Welcome to প্রযুক্তির ঠিকানা

প্রযুক্তির ঠিকানা

Cpanel এ application manager সেটাপ সম্পুর্ন বাংলায় ২০১৯।

প্রথমে আমরা cpanel এ লগইন করবো । তারপর নিচের software অপশন থেকে application manager সিলেক্ট করবো। তারপর নিচের মত একটা পেজ আসবে । সেখানে Register Application এ ক্লিক করবো। তারপর নিচের পেজ এ নিজেদের প্রোয়জন মত name , domain name , path দিবো। তারপর সেভ এ ক্লিক করবো । তারপর নিচে Enviroment Variable Name এবং… read more »

cPanel এ perl modules ইন্সটল করুন । বাংলা টিউটেরিয়াল ২০১৯।

প্রথমে  আপনার cpanel এ লগইন করুন । তারপর নিচে Software থেকে perl modules সিলেক্ট করুন । তারপর নিচের মত একটা পেগ পাবেন । সেখান থেকে আপনি সার্চ দিয়ে modules ইন্সটল করতে পারবেন , অথবা পাশের show available module  এ ক্লিক করে সকল modules থেকে আপনার প্রয়োজনীয় modules টি সিলেক্ট করতে পারবেন । সকল modules আসার… read more »

cPanel এ php pear packges ইন্সটল করুন । বাংলা টিউটেরিয়াল ২০১৯।

প্রথমে আমরা আমাদের cpanel এ লগইন করব,  তারপর নিচের সফটওয়ার অপশন থেকে php pear packges এ ক্লিক করুন। তারপর নিচের মত একটা পেজ আসবে , সেখানে প্রথমে  php modules path থাকবে । তারপর নিচ থেকে আপনি ইচ্ছা করলে সার্চ দিয়ে modules বের করতে পারবেন । তা না হলে পাশ থেকে show availabile modules এ ক্লিক… read more »

CMD এর কমান্ড ব্যাবহার করেই লুকিয়ে ফেলুন কম্পিউটারের যেকোন ড্রাইভ ।

আজ আমরা cmd ব্যাবহার করে আমাদের পিসির যেকোন ড্রাইভ হাইড করে ফেলবো । নিচের স্টেপ এবং স্ক্রিনশর্ট গুলো ফলো করুন । এবার আপনি আপনার পিসি তে cmd ওপেন করুন। এবার diskpart লিখে কমান্ড করুন । কমান্ড করার পর নতুন একটি cmd ওপেন হবে । এবার সেখানে list volume লিখে কমান্ড করুন । তাহলে আপনি আপনার… read more »

Cpanel এর Domains নিয়ে বিস্তারিত সম্পুর্ন বাংলায় ২০১৯।

Cpanel এর Domains সেটাপ করতে আপনার cpanel এ লগইন করুন । তারপর নিচের স্টেপ এবং এবং স্ক্রিন শর্ট গুলো ফলো করুন। প্রথমে ডোমেইন অপশন থেকে ডোমেইন সিলেক্ট করুন। তারপর Create a New Domain এ ক্লিক করুন তারপর ডোমেইন এর ঘরে আপনার ডোমেইন নাম টি দিন । আমি এখানে test.amakosh.com দিয়েছি । তারপর সাবমিট করুন। তারপর… read more »

ফিরিয়ে আনুন গুগোল ড্রাইভ থেকে Permanently Delete হয়ে যাওয়া Files।সম্পুর্ন বাংলায় ২০১৯।

গুগোল ড্রাইভ থেকে ফাইল ডিলেট করলে তা Trash নামের ফোল্ডার এ থাকে । যদি Trash নামের ফোল্ডার থেকে delete forever করলে তা আর ফিরে আনা জায় না । তাই আজ আমরা দেখবো আমরা কিভাবে আমরা পারমানেন্টলি ডিলেট হওয়া ফাইল গুলো ফিরিয়ে আনতে পারি। এর জন্য নিচের স্ক্রিনশর্ট এবং স্টেপ গুলো ফলো করুন। প্রথমে গুগোল ড্রাইভ… read more »

কিভাবে cpanel থেকে পুরো সাইট Backup নিবেন? বাংলায় ২১০৯।

প্রথমে আপনার cpanel এ লগইন করুন । তারপর ফাইল ম্যানেজার থেকে ব্যাক-আপ সিলেক্ট করুন । তাহলে নিচের মত একটা পেজ আসবে । সেখান থেকে Download Full Site  এ ক্লিক করলে আপনি আপনার সম্পুর্ন সাইট টি ডাউনলোড করতে পারবেন। তাছাড়া পেজ টি একটু নিচের দিকে স্ক্রোল করলে নিচের ছবির মত আরো কিছু অপশন পাবেন। এখানে থেকে… read more »

কিভাবে cpanel থেকে ip address ব্লোক করবেন ? বাংলায় টিউটেরিয়াল ২০১৯।

প্রথমে আপনার cpanel  এ লগইন করুন । তারপর নিচের দিকে security অপশন থেকে ip blocker  এ ক্লিক করুন। তারপর নিচের মত একটা পেজ আসবে , সেখানে আপনি যে ip টা ব্লোক করতে চান তা দিন এবং add এ ক্লিক করুন। আইপি টি এড হলে নিচের মত একটা কনফারমেশন পেজ আসবে । অর্থাৎ আপনার দেয়া আইপি… read more »

কিভাবে cPanel এ Mysql Database এবং Mysql Database Form তৈরী করবেন ? সম্পুর্ন বাংলায় ২০১৯।

প্রথমে cpanel লগইন করুন । cpanel এ কিভাবে লগইন করতে হয়- ক্লিক করুন লগইন করার পর Mysql database এ ক্লিক করুন নিচের ছবির মতঃ তারপর নিচের ছবির মত নিউ ডাটাবেজ এ নাম দিয়ে  create database এ ক্লিক করুন। তারপর আবার হোম পেজ এ যান এবং আবার Mysql Database এ ক্লিক করুন। এবার Mysql user database… read more »

Cpanel এ File Manager নিয়ে বিস্তারিত । সম্পুর্ন বাংলায় টিউটেরিয়াল ২০১৯।

আজ আমরা ফাইল ম্যানেজার নিয়ে বিস্তারিত জানবো । এ জন্য প্রথমে cpanel এ লগইন করে ফাইল ম্যানেজার এ ক্লিক করুন । Cpanel -এর File manager এ আমরা আমাদের সকল প্রকার ফাইল যেমন অডিও , ভিডিও, ইমেজ সব কিছু আপ্লোড , ডিলেট করতে পারবো । তাছারা আমাদের সকল প্রকার কোড ও এই ফাইল ম্যানেজার এর সাহায্যে… read more »

Sidebar