সেরা কল ব্লকস এপ । Cx Advance Call Blocker । দেখে নিন এর সেরা ফিচার গুলো । সম্পূর্ন বাংলায় ।

হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই । আশা করি সবাই ভালই আছেন । আজ আবারো আপনাদের জন্য নতুন টিউটেরিয়াল নিয়ে হাজির হলাম । তো বেশি কথা না , চলুন শুরু করা যাক।

মোবাইল আমাদের জিবনের এক অপরিহার্য জিনিস ।  অনেকের কাছে তো মোবাইল ছাড়া বেচে থাকাটাই  বৃথা । যাই হোক দিনে দিনে মোবাইল এর মদ্ধে নতুন নতুন ফিচার আসলেও , মোবাইল এর আসল দরকার কিন্তু কথা বলার সময় এ হয় ।  কিন্তু এত ব্যাস্ততার মাঝেও যখন কোন নাম্বার বার বার বিরক্ত করে কিংবা অপ্রয়জনীয় কল আসে তখন সত্যি বিরক্তির শেষ থাকে না ।  তাই আজ আপনাদের জন্য বেস্ট Call Blocker এপস নিয়ে আসলাম । আপনারা প্লেস্টোর এ কিংবা গুগোল এ এরকম অনেক কল ব্লকার পাবেন । কিন্তু অই যে আমি বেস্ট কথা টা এড করছি । মানে বেস্ট এপস  টি পেতে হলে আপনাকে এটা ডাউনলোড করতে হবে।

এপস নামঃ CX Advance Call Blocker

ডাউনলোড লিঙ্কঃ প্লেস্টোর লিঙ্ক

অন্যান্য কল ব্লোকার থেকে কেন আলাদা??

১। যেকোনো প্রকার কল বল্ক করতে পারবেন ।

২। কান্টি কোড বল্ক করতে পারবেন।

৩। আপনি চাইলে শুধু আপনার কনট্রাক লিস্টের নাম্বার গুলো আপনাকে কল দিতে পারবে, অন্য কেউ দিতে পারবে না।

৪। মেনুয়ালি হোয়াইট লিস্ট বানাতে পারবনে। হোহাইট লিস্ট মানে এই লিস্টের নাম্বার কখনো বল্ক হবে না।

৫। প্রাইভেট এবং অপরিচিত সকল নাম্বার মানে স্পামিং সকল নাম্বার বল্ক করতে পারবেন এক ক্লিকে।

আরো অনেক কিছু আছে, সেগুলা আপনাদের জন্য রেখে দিলাম । ব্যাবহার করে আমকে জানাবেন কেমন লাগল আপনাদের কাছে এই এপ । তো আজ এ পর্যন্তই । আবারো দেখা হবে নতুন কোন টিউটেরিয়াল এ ।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar