ছোট একটা লকার এপ । ফিচার দেখলে আপনিও অবাক হয়ে যাবেন।

হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা । করি ভালই আছেন ।বন্ধুরা আমাদের সকলের মো্বাইল এ অনেক গুরুতবপুর্ন জিনিষ থাকে । সেগুলা লক করে রাখা অনেক গুরুতবপুর্ন । তাই আজ আমি আপনাদের সাথে একটি এপস এর পরিচয় করিয়ে দিব । তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ।

Name: Leo Privacy  Apk

Size: 3.7 mb

Download Link: Click Here

 

১।অ্যাপ লকে ক্লিক করোন

২।তারপর অ্যাপ সিলেক্ট করোন

৩। এখন ব্যাক হয়ে ১ম স্ক্রিনশটে এসে অ্যাপ কবারে ক্লিক করে একটি কবার সিলেক্ট করে নিয়মানুসারে সেট আপ করোন

৪। এখন Leo Guard অ্যাপ থেকে বেড়িয়ে এসে সিলেক্ট করা লক অ্যপে যাওয়ার চেষ্টা করেন দেখবেন কবার লকের কাজ হয়েছে। ওকে ক্লিক করলেই কেটে যাবে। এখন যে পদ্ধতিতে কবার লক সেট আপ করেছিলেন সে পদ্ধতিতে কবার লক খুলুন

৫। স্ক্রিনশটে দেখানো চিহ্নিত স্থানগুলোতে ক্লিক করোন বাকিটা নিজেই বুজবেন। আর হ্যা এই অ্যাপ আনইন্সটল করে দিলেও লক করা ফাইলগুলো হারাবেনা সেটা মেমোরিতে.doc ফাইল হয়ে থেকে যাবে। যার ফলে আবার এই অ্যাপ ইনস্টল দিলে ভিডিও/ফটো পেয়েযাবেন

৬। আবারও স্ক্রিনশটের চিহ্নিত স্থানে ক্লিক করোন

৭। চাবিতে ক্লিক করে সিটিংসে যান

৮। স্ক্রিনশট ফলো করেন

৯। স্ক্রিনশট ফলো করেন

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar