হ্যাকিং শিখি মোবাইল দিয়ে । Termux টিউটেরিয়াল । ব্যাসিক কমান্ড।

আমরা জানি যা কালি লিনাক্স এ টারমিনাল এ  কমান্ড এর সাহাজ্যে হ্যাক করা যায় । আজ কিভাবে মোবাইল এ কমেন্ড করার মাধ্যমে হ্যাকিং শিখবো তা জানবো । এজন্য আমাদের যে এপ্স টি লাগবে তার নাম Termux । নিচের নিঙ্ক থেকে তা ডাউনলোড করে নিন। এটা রুট কিংবা নন রুট সব মোবাইলেই চলবে ।

Apps Name: Termux

Size:3 mb

Play Store Link: Click Here

ডাউনলোড হয়ে গেলে ।এপস টি ওপেন করুন । প্রথমবার অল্প কিছুটা সময় নিবে । তারপর ওপেন হলে নিচের মত একটি পেজ দেখতে পাবেন ।

এবার নিচের স্ক্রিনশর্ট এবং স্টেপ গুলো ফলো করি ।

সবার প্রথম আমরা apt-get update   লিখে কমান্ড করবো ।

আপডেট হয়ে গেলে apt-get upgrade লিখে কমান্ড করবো ।

Git ইন্সটল করার জন্য apt-get install git লিখে কমান্ড করুন ।

এরপর পাইথন ইন্সটল করার জন্য pkg install python লিখে কমান্ড করবো ।

পাইথন ২ ইন্সটল করার জন্য pkg install python2 লিখে কমান্ড করবো ।

ঠিক একইভাবে পিএইচপি ইন্সটল করার জন্য pkg install php  লিখে কমান্ড করবো ।

এবার clear কমান্ড করে পুরো উইন্ডো টি Clear করবো । এগুলোই ছিলো termux এর কিছু ব্যাসিক কমান্ড । এখানে আমরা কালি লিনাক্স এর মত যে কোণ git clone এপ্স দিয়ে হ্যাকিং এর কাজ করতে পারবো ।

পরবর্তী টিউটেরিয়াল এ দেখবো কিভাবে আমরা termux এ metasploit ইনস্টল করতে পারি।

 

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar