PDF ইডিট করুন সব থেকে সহজ উপায়ে । Best PDF ইডিটর ২০১৮ বাংলা টিউটেরিয়াল ।

অনেক সময় আমাদের পিডিএফ ইডিড় করার প্রয়োজন হয় ,তাই আজ আমি দেখাবো কিভবে আপনারা পিডিএফ ইডিট করতে পারবেন।
Name: Foxit Pdf Editor

Size:383 mb

Link:

ফুল ভাসন ডাউনলোড করে নিন। আশা করি সবাই জানেন কিভাবে Crack ফাইল কপি পেষ্ট করতে হয় ওগুলো লেখে সময় নষ্ট করলাম না আর। শুধু বলব C ড্রাইভে গিয়ে প্রগাম ফাইলের ভিতরে ফক্সিট পিডি এফ গিয়ে তারপর আপডেটর যে ফাইলটি থাকবে সেটি ডিলেট করে দিবেন।

যারা ইতি মধ্যে ব্যর্থ েহয়েছেন তাদের জন্য ই স্কিন শটগুলো।

32বিট এর জন্য-C:\Program Files\Foxit Software

64বিট এর জন্য-C:\Program Files (x86)\Foxit Software

তারপর-

তারপর-

Image result for foxit updater.exe

এটা ডিলেট করে দিতে হবে। এবং ক্রাকটা এখানে পেষ্ট করে দিতে হবে।

১। এর মাধ্যমে সকল ধরনের পিডি এফ এডিট করা যায়। ইডিট করতে ইডিটে ক্লিক করুন।

২।এর মাধ্যমে সহজেই সকল ধরনের পিডি এফ কে বাইন্ড করে একটি ফাইল করা যায়।কন্ভাট এ পাবেন।

 

উপরের ছবির মত করে কনভাট করা যায়।

তারপর সেইভ করা যায়।

৩।পিডি এফ এ পাসওয়াড দেওয়া যায়।

৪।পিডি এফ পড়তে পারবে কিন্তু পরবতির্তে চেইঞ্জ করতে পারবে না তাও করা যায়।

৫।এটি ফুল ভাসর্ন সুতরাং এর মেয়াদকাল নিয়ে ভাবনা নয়।

Image result for full version foxit

আশা করি অল্পের মধ্যে বুঝাতে পেরেছি।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar