Udemy থেকে সকল পেইড কোর্স ফ্রি ডাউনলোড করুন Udemy Cupon ব্যাবহার করে।

এর জন্য প্রথমে আমাদের নিচের সফটওয়ারটি ডাউনলোড করতে হবে ।

Name:Udeler

Size:

Link: Click Here

সফটওয়ারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন।

এবার আমরা  প্রথমে Discudemy তে যাবো । নিচের মত একটা পেজ পাবো । এখানে অনেক ক্যাটাগরি দেয়া আছে । আমরা আমাদের প্রয়োজন মত ক্যাটাগরি সিলেক্ট করবো।

তাছাড়া আমরা উপরের সার্চ আইকোন এ ক্লিক করে নিজের ইচ্ছে মত সার্চ দিতে পারবো। আমি এখানে Cpa Marketing লিখে সার্চ করলাম।

তারপরের পেজ  আপনি আপনার সার্চ করা ফাইল্গুলো দেখতে পাবেন । সেখান থেকে সিলেক্ট করুন।

ক্লিক করার পর নিচের মত একটা পেজ দেখতে পাবেন । সেখান থেকে Take Course এ ক্লিক করবেন ।

তারপরের পেজ এ কুপন লিঙ্ক পাবেন । লিঙ্ক টিতে ক্লিক করুন।

তারপর নিচের মত একটা পেজ পাবেন । সেখান থেকে Enroll Now  এ ক্লিক করুন ।

তারপরের পেজ এ Start Course এ ক্লিক করুন।

কাজ শেষ ,এবার Udeler সফটওয়ার টি ওপেন করুন । এবং ডাউনলোড আইকোণ টি তে ক্লিক করুন । ডাউনলোড শুরু হয়ে যাবে ।

 

 

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar