বানিয়ে নিন নিজের নাম এ ইন্ট্রো । সাথে After effect Cs6 + crack। বাংলা টিউটেরিয়াল । প্রথম পর্ব ।
হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই । আশা করি সবাই ভালই আছেন ।
আমাদের অনেকেরই শখ যে আমার সাইট এর নামে যদি একটা ইন্ট্রো থাকতো , বা আমার ইইউটিউ চ্যানল এর যদি একটা ইন্ট্রো থাকতো । কিন্তু একটা ইন্ত্রো বানানো অনেক কঠিন । তা যদি আফটার ইফেক্ট এর মত কমপ্লেক্স সফটওয়ার দিয়ে করেন তাহলে তো কথাই নেই । ইন্টো বানানোর অনেক সফটওয়ার থাকলেও আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনি আফটার ইফেক্ট দিয়ে সহজেই একটা ইন্ট্রো বানাতে পারেন । তো চলুন শুরু করা যাক।
ইন্টো বানানোর আগে আপনার তো আফটার ইফেক্ট ইন্সটল দিতে হবে । এটা Adobe এর একটা পেইড এপস । তাই আমি নিচে আপনাদের জন্য ক্রাক সহ ডাউনলোড দিয়ে দিলাম।
Trail Version- Click Here
Crack File-Click Here
Zip Password: rakib
কিভাবে ইন্সটল করব??
প্রথমে লিংক থেকে ক্রাক ভার্সন টা ডাউনলোড দিন । তারপর তা ইন্সটল করুন ।
ইন্সটল হয়ে গেলে একবার আফটার ইফেক্ট অন করুন । এবার ক্লোজ করুন ।
এবার নিচের লিঙ্ক থেকে জিপ ফাইল টি ডাউনলোড করুন । আনজিপ করার পর ২ টা ফাইল পাবেন টা কপি করে যে ড্রাইভ এ আফটার ইফেক্ট ইন্সটল করছেন সে খানে গিয়ে পেস্ট করুন ।
এবার আফটার ইফেক্ট অন করে দেখুন । আর ট্রাইল ভার্সন এর ম্যাসেজ আস্তেছে না ।
এবার ইন্ট্রো টেম্পলঃ
নিচের লিঙ্ক থেকে ফ্রি ইন্ট্রো গুলো ডাউনলোড করুন ।
www.topfreeintro.com
আজ এ পর্যন্তই । পরবর্তি টিউটেরিয়াল এ আমি আপনাদের দেখাবো কিভাবে ইন্ট্রো ইডিট করে নিজের নাম এ বানাবেন ।
আল্লাহ হাফেজ
Comments
So empty here ... leave a comment!