ফাইল রিকোভারী করুন সবচেয়ে সহজ উপায়ে । সম্পুর্ন বাংলায়।

হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই । আশা করি ভালই আছেন । আমিও ভালই আছি । নতুন টিউটেরিয়াল এ আপনাদের স্বাগতম । আমরা প্রত্যেকে আমাদের পছন্দের গান , ছবি সংরক্ষন করতে ভালোবাসি । কিন্তু মাঝে মদ্ধে আমাদের কিছু ভুলের জন্য সেগুলো ডিলেট হয়ে যায় । তাই আজ আপনাদের দেখাবো ডিলিট হইয়ে যাওয়া ফাইল গুলো কেমন করে ফিরে পাবেন। তো শুরু করা যাক ।

এর আগেও আমি ফাইল রিকভারী নিয়ে পোস্ট দিয়েছিলাম । সেটা দেখতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন ।

 

এর আগে আমি যে সফটওয়ার দিয়ে দেখিয়েছিলাম তা ছিল পেইড সফটওয়ার । মানে আপনি ওটার ফ্রি ভার্সন দিয়ে কিছু দিন রিকোভার করতে পারবেন তারপর আপনাকে তাদের কাছে টাকা পে করতে হবে । ক্রাক ফাইল দিয়ে ইউজ করাও ছিল বিশাল ভেজার । তাই আজ যে সফটওয়ার নিয়ে কথা বলব । তা একদম ফ্রি ।

নামঃRecuva

সাইজঃ5.31mb

লিঙ্কঃ Click Here

 

প্রথমে সফটওয়ার টি ইন্সটল করুন। তারপর ওপেন করুন । ওপেন করার পর প্রথমে আপনাকে বলবে আপনি কি টিপের ফাইল রিকোভার করতে চান । আমি এখানে অল ফাইল দিয়েছি । আপনি যে টাইপের ফাইল রিকোভার করতে চান , তা সিলেক্ট করুন ।তারপর নেক্সট করুন ।

এবার আপনাকে লোকেশন সিলেক্ট করতে বলবে । মানে আপনি আপনার কোন ড্রাইভ থেকে রিকোভার করতে চান । তা সিলেক্ট করুন । আবার নেক্সট করুন ।

 

তারপর কোন লোকেশন এ সেভ করতে চান তা সিলেক্ট করুন । এবার  স্টারট এ ক্লিক করুন ।ব্যাস রিকোভারী শুরু হয়ে যাবে ।

তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই

টিউটেরিয়াল অবশই কমেন্ট করে জানাবেন । সবাই ভালো থাকবেন । আবারো দেখা হবে নতুন কোন টিউটেরিয়াল এ ।

 

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar