মোবাইল দিয়েই রিকোভার করুন ডিলিট হওয়া যেকোন পিকচার । ১০০% কার্যকারী ।

👉এর আগে আমি আপনাদের দেখিয়েছি পিসি থেকে ডিলিট হওয়া ফাইল কিভাবে রিকোভার করতে পারবেন। কেউ দখে না থাকলে দেখে আসতে পারেন । আজ আমি আপনাদের দেখাবো মোবাইল থেকে ডিলিট হওয়া পিচার গুলো সম্পুর্ন আবার কিভবে ফিরে পেতে পারেন।

👉উপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।আজকে আপনাদের সামনে দারুন একটি অ্যাপ নিয়ে হাজির হলাম।যেটার মাধ্যমে আপনারা আপনাদের ডিলিট হওয়া ফটো ফিরিয়ে নিয়ে আসতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়া।আমি অ্যাপটি ইউজ করলাম সত্যি পিক ফিরিয়ে নিয়ে আসা যায় আমি নিজেই আনলাম।সব নিয়ে আসতে পারবেন কিন্তু যখন আপনার মেমরির ডিলিট হয়ে গেছে সাথে সাথে এই অ্যাপটি দিয়ে ট্রাই করবেন।তবে মেমরিতে অন্য কোন ডাটা মানে ছবি গান নিবেন না।না নিয়ে ট্রাই করলে সব পিক পাবেন।নাহলে পাবেন না পরে আমাকে দোস দিতে পারবেন না যে মিজান ভাই ভূয়া ট্রিক দিলো।তো চলেন বেশি কথা না বলে কাজে আসা যাক।তারপর অ্যাপটি অপেন করুন অপেন করলে নিচের মত পেজ আসবে।সেখানে Back লেখায় ক্লিক করে বা ফোনের ব্যাক বাটনে ক্লিক করে back করুন।

App Name: DigDeep Image Recovery APK

Size:3 mb

Link: Click Here

👉তারপর একটা পেজ আসবে সেখানে আপনার বর্তমান যে পিক গুলা মেমরিতে আছে সেগুলাও শো করবে আবার ডিলিট করা পিক গুলাও শো করবে তবে আপনাকে ডিলিট করা ছবি গুলা খুজে নিতে হবে।আমার নিচের পিক গুলা ডিলিট হয়ে গেছে তাই সেগুলা ফিরে নিয়ে এসে দেখাব।তারওপর ক্লিক করুন

👉তারপর যেই পিকটা ফিরিয়ে আনতে চান তারওপর ৫-৮ সেকেন্ড ক্লিক করে থাকুন।তারপর Restore এ ক্লিক করেন।

👉তারপর নিচের মত একটা পেজ আসবে সেখানে no তে ক্লিক করুন।

👉তারপর গ্যালারিতে গিয়ে দেখুন আপনার পিক চলে এসেছে।দেখুন আমার টা গ্যালারিতে চলে আসছে।এভাবে বাকি গুলা করুন।

👉আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস এবং ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডি এর সাথেই থাকুন।
তারপর অ্যাপটি অপেন করুন অপেন করলে নিচের মত পেজ আসবে।সেখানে Back লেখায় ক্লিক করে বা ফোনের ব্যাক বাটনে ক্লিক করে back করুন।

👉তারপর একটা পেজ আসবে সেখানে আপনার বর্তমান যে পিক গুলা মেমরিতে আছে সেগুলাও শো করবে আবার ডিলিট করা পিক গুলাও শো করবে তবে আপনাকে ডিলিট করা ছবি গুলা খুজে নিতে হবে।আমার নিচের পিক গুলা ডিলিট হয়ে গেছে তাই সেগুলা ফিরে নিয়ে এসে দেখাব।তারওপর ক্লিক করুন

👉তারপর যেই পিকটা ফিরিয়ে আনতে চান তারওপর ৫-৮ সেকেন্ড ক্লিক করে থাকুন।তারপর Restore এ ক্লিক করেন।

👉তারপর নিচের মত একটা পেজ আসবে সেখানে no তে ক্লিক করুন।

👉তারপর গ্যালারিতে গিয়ে দেখুন আপনার পিক চলে এসেছে।দেখুন আমার টা গ্যালারিতে চলে আসছে।এভাবে বাকি গুলা করুন।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar