পারমানেন্ট ডিলেট হয়ে যাওয়া ফাইল উদ্ধার করুন।
হ্যালো বন্ধুরা , কেমন আছেন আপনারা সবাই। আশা করি সবাই ভালই আছেন । প্রযুক্তির ঠিকানায় আপনাদের সবাই কে স্বাগতম ।
আজ আবার আপনাদের জন্য নতুন একটা টিপস নিয়ে হাজির হলাম । আজ আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের পিসি থেকে হারান ফাইল , অথবা ডিলেট হয়ে যাওয়া ফাইল গুলো ফিরে পেতে পারেন। তো শুরু করা যাক ।
এর জন্য আপনাদের 7 Data Recovery সফটওয়ার টি লাগবে । লিংক নিচে দেয়া হল।
প্রথমে আমরা সফটওয়ার টি ইন্সটল করে নেবো। তারপর নিচের মত দেখতে পাবো.
Complete Recovery- মানে আপনার ওই ফোল্ডার বা ড্রাইভ এ যত ফাইল ছিল সব রিকভার হবে ।
Deleted Recovery: আপনার ডিলেট হয়ে যাওয়া ফাইল গুলোর মধ্যে আপনার পছন্দের ফাইল গুলো রিকোভার করবেন । আমরা এটাই ব্যাবহার করব।
Android Recovery:এন্ডয়েড ডিভাইস কানেক্ট করে তা থেকেও ফাইল রিকোভার করতে পারেন।
Delete Recovery তে যাওয়ার পর আপনি আপনার ড্রাইভ গুলো দেখতে পাবেন । তারপর যে ফোল্ডার থেকে রিকোভার করতে চান সেখানে গিয়ে ফাইল সিলেক্ট করে রিকোভার করুন।
ডাউনলোড লিংকঃ এখান থেকে
1,991 total views, 3 views today
Comments
So empty here ... leave a comment!