বাড়িয়ে নিন আপনার ল্যাপটপের ব্যাটারী ব্যাক আপ। কিছু সাধারন টিপস । জেনে রাখুন , কাজে লাগবে।

আপনার ল্যাপটপের ব্যাটারী ব্যাক-আপ কি কমে গেছে । কিংবা আগের মত আর ভালো ব্যাক আপ পাচ্ছেন না ? তাহলে আজকের এই টিপস টি আপনার জন্য । আজ আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের  Laptop এর ব্যাটারী ভালো রাখতে পারি বা আয়ু বাড়তে পারি । তো শুরু করা যাক।

  • Use Power Saver Mode Always-আপনি যদি আপনার ল্যাপটপের ব্যাটারী ব্যাক আপ বাড়াতে চান তাহলে সব সময় Power Saver Mode ব্যাবহার করুন।
  • Empty CD/DVD Drive- CD/DVD ড্রাইভ ফাকা রাখুন যখন দরকার পরবে শুধু তখনি ব্যাবহার করুন।
  • Don’t Use ScreenSaver : এখনও অনেকেই আছেন যারা স্ক্রীনসেভার ব্যাবহার করেন । যারা করেন তারা যদি ব্যাটারী ব্যাক আপ ভালো রাখতে চান তাহলে অবশ্যই এটা অফ রাখবেন। যে ভাবে অফ করবেন।

১।Desktop-personalize

২।Choose Screen Saver-Click None ok,,

  •    Update Software and Driver: সকল সফটওয়ার এবং ড্রাইভার আপডেট রাখবেন । এতে ব্যাটারীর পাশাপাশি কাজ ও অনেক দ্রুত হবে।
  •  Stop Multi Tasking: এক সাথে অনেক গুলো এপস বা গেমস চালানো বন্ধ করতে হবে ।
  • Unplus External Devices: কাজ শেষ  হলে সকল প্রকার এক্সটার্নাল ডিভাইস খুলে ফেলুন । যেমন ঃ মাউস, কীবোর্ড, প্রিন্টার,স্ক্যানার, ইত্যাদি ।

আজ এ পর্যন্তই । আশা করি টিপস গুলা মেনে চললে আপনার ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ  অনেক ভালো হবে । আবারো দেখা হবে নতুন কোন টিউটেরিয়াল এ।

 

 

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar