Cpanel এ webdisk নিয়ে বাংলায় বিস্তারিত আলোচনা ২০১৯।
প্রথমে আমরা cpanel এ লগইন করবো । তারপর files থেকে web disk select করবো।
তারপর নিচের মত একটা পেজ দেখতে পাবো , সেখানে name , password , directory সিলেক্ট করতে হবে । এবং শেষে read and write এ টিক দিতে হবে । তারপর create এ ক্লিক করুন ।
তারপর successfully created এর ম্যাসেজ দেখতে পাবেন । এবং নিচে কনফিগ করার অপশন পাবেন । সেখানে ক্লিক করুন।
তারপর নিচের মত একটা পেজ দেখতে পাবেন । সেখান থেকে আপনার অপারেটিং সিস্টেম সিলেক্ট করুন ।
আমি windows 10 সিলেক্ট করেছি । এখন এখান থেকে ডাউনলোড এ ক্লিক করে কনফিগটি ডাউনলোড করে নিন।
তাছাড়া আপনি প্রথম পেজ থেকে enable , configure , read only , passwrd change ইত্যাদি করতে পারবেন ।
4,392 total views, 6 views today
Comments
So empty here ... leave a comment!