Cpanel এ apache Handlers সেটাপ বাংলা টিউটেরিয়াল ২০১৯।

প্রথমে cpanel এ লগইন করুন । তারপর নিচ থেকে Advance option থেকে apache handlers এ ক্লিক করুন।

তারপর নিচের মত একটি পেজ আসলে সেখানে handlers name and extention দিতে হবে । Apache handlers .xhtml  .cgi .pl .plx .ppl .perl সাপোর্ট করে । তাই এগুলোর মধ্যে extention দিতে হবে । যেমনঃ আমি দিলাম .xhtml । তারপর সেভ করুন।

 

এবার নিচের মত Sucessfull ম্যাসেজ দেখতে পাবেন।

তারপর Go Back  করলে আপনার লিস্ট এ দেখতে পাবেন । সেখান থেকে আপনি ইচ্ছে করলে তৈরি করা apache handlers টি ডিলেট করতে পারবেন।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar