Cpanel এ subdomain তৈরী করুন সম্পুর্ন বাংলায় ২০১৯।
প্রথমে আমরা আমাদের cpane এ লগইন করবো , তারপর Domains থেকে subdomains সিলেক্ট করুন ।
তারপর নিচের মত একটা পেজ আসবে । সেখানে প্রথমে subdomain এর নাম দিবো । তারপরের ঘরে কোণ ডমেইন এর ভিতর এটা তৈরী করবো তা সিলেক্ট করবো । আমরা এখানে আমাদের main domain টাকেই সিলেক্ট করবো । তারপরের ঘরে Document Root সেটা নিজ থেকেই তৈরী হবে ।
তারপর Create এ ক্লিক করবো । তৈরী হয়ে গেলে নিচের মত পেজ আসবে যেখানে বলা হবে Successfully সাব ডোমেইন তৈরী হয়ে গেছে ।
তারপর আমরা Go Back করলে নিচে আমাদের সাবডোমেইন লিস্ট দেখতে পাবো । সেখানে থেকে Subdomain এর Direction পাল্টাতে পারবো ।
Redirection এ ক্লিক করবো , নিচের মত একটা পেজ আসবে সেখানে আমরা আমাদের নতুন লোকেশন টি দিতে পারবো , অথবা Redirection Disable করে দিতে পারবো । তাছাড়া আগের পেজ এর Remove অপশন থেকে আমরা subdomain টি রিমুভ করতে পারবো ।
4,645 total views, 6 views today
Comments
So empty here ... leave a comment!