Cpanel এ application manager সেটাপ সম্পুর্ন বাংলায় ২০১৯।
প্রথমে আমরা cpanel এ লগইন করবো । তারপর নিচের software অপশন থেকে application manager সিলেক্ট করবো।
তারপর নিচের মত একটা পেজ আসবে । সেখানে Register Application এ ক্লিক করবো।
তারপর নিচের পেজ এ নিজেদের প্রোয়জন মত name , domain name , path দিবো।
তারপর সেভ এ ক্লিক করবো । তারপর নিচে Enviroment Variable Name এবং Value দিব । তারপর Deploy এ ক্লিক করবো।
এবার আমাদের sucess এর ম্যাসেজ দেখাবে । নিচে আমরা আমাদের লিস্ট থেকে রেজিস্টার করা এপ্লিকেশনটি Edit বা Unregister করতে পারবো।
3,320 total views, 3 views today
Comments
So empty here ... leave a comment!