cPanel এ perl modules ইন্সটল করুন । বাংলা টিউটেরিয়াল ২০১৯।

প্রথমে  আপনার cpanel এ লগইন করুন । তারপর নিচে Software থেকে perl modules সিলেক্ট করুন ।

তারপর নিচের মত একটা পেগ পাবেন । সেখান থেকে আপনি সার্চ দিয়ে modules ইন্সটল করতে পারবেন , অথবা পাশের show available module  এ ক্লিক করে সকল modules থেকে আপনার প্রয়োজনীয় modules টি সিলেক্ট করতে পারবেন ।

সকল modules আসার পর আমরা আমাদের প্রয়োজনীয় modules টি ইন্সটল করে নিবো । আমরা ২ নাম্বার টা ইন্সটল করবো , তাই ২ নাম্বার তার পাশে থেকে ইন্সটলে এ ক্লিক করবো।

এখন ২ মিনিট এর মত সময় লাগবে । তারপর আপনার modules টি ইন্সটল হয়ে যাবে । নিচের মত Done লেখা দেখতে পাবেন ।

এবার go back করে আগের পেজ এ গেলে দেখতে পাবেন যে আপনার module টি ইন্সটল হয়ে গেছে , এখানে থেকে আপনার modules গুলো আপডেট , আনইন্সটল করতে পারবেন ।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar