cPanel এ php pear packges ইন্সটল করুন । বাংলা টিউটেরিয়াল ২০১৯।

প্রথমে আমরা আমাদের cpanel এ লগইন করব,  তারপর নিচের সফটওয়ার অপশন থেকে php pear packges এ ক্লিক করুন।

তারপর নিচের মত একটা পেজ আসবে , সেখানে প্রথমে  php modules path থাকবে । তারপর নিচ থেকে আপনি ইচ্ছা করলে সার্চ দিয়ে modules বের করতে পারবেন । তা না হলে পাশ থেকে show availabile modules এ ক্লিক করুন।

তারপর নিচে এভাইলেবল m0dules গুলো দেখতে পাবো । আমরা সেখান থেকে ২ নাম্বার টা ইন্সটল দিব ।  তাই archive (0.1.2) এর পাশের ইন্সটল এ ক্লিক করবো ।

ক্লিক করার পর নিচের মত একটা পেজ আসবে , সেখানে আপনাকে দেখাবে যে আপনার Modules টি ইন্সটল হয়ে গেছে ।

এবার যদি আপনি go  back করে পরের পেজ এ যান , তাহলে একদম নিচে আপনি আপনার ইন্সটল করা module টি দেখতে পাবেন , সেখান থেকে আপনি ইচ্ছা করলে সেটি আপডেট , রি-ইন্সটল করতে পারবেন ।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar