Cpanel এর Domains নিয়ে বিস্তারিত সম্পুর্ন বাংলায় ২০১৯।

Cpanel এর Domains সেটাপ করতে আপনার cpanel এ লগইন করুন । তারপর নিচের স্টেপ এবং এবং স্ক্রিন শর্ট গুলো ফলো করুন।

প্রথমে ডোমেইন অপশন থেকে ডোমেইন সিলেক্ট করুন।

তারপর Create a New Domain এ ক্লিক করুন

তারপর ডোমেইন এর ঘরে আপনার ডোমেইন নাম টি দিন । আমি এখানে test.amakosh.com দিয়েছি । তারপর সাবমিট করুন।

তারপর আমরা Domains এ গেলে দেখতে পাবো যে আমাদের ডোমেইন টি ক্রিয়েট হয়ে গেছে ।

তারপর Create করা Domain এর একদম ডান পাশে Create Email আছে অইখানে ক্লিক করবো । ক্লিক করার পর নিচের মত একটা পেজ দেখতে পাবো। সেখানে একটা ইউজার নেম দিবো । এবং একটা পাসওয়ার্ড দিব। তারপর stroge space 250 mb দিয়ে Create এ ক্লিক করবো।

আমাদের ডোমেইন এবং ইমেইল ক্রিয়েট হয়ে গেছে । ডিলেট করার জন্য আমর আমাদের ডোমেইন এ যাবো তারপর ম্যানেজ এ ক্লিক করবো । পরের পেজ এ রিমুভ এ ক্লিক করে কনফার্ম করবো।

 

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar