ফিরিয়ে আনুন গুগোল ড্রাইভ থেকে Permanently Delete হয়ে যাওয়া Files।সম্পুর্ন বাংলায় ২০১৯।

গুগোল ড্রাইভ থেকে ফাইল ডিলেট করলে তা Trash নামের ফোল্ডার এ থাকে । যদি Trash নামের ফোল্ডার থেকে delete forever করলে তা আর ফিরে আনা জায় না । তাই আজ আমরা দেখবো আমরা কিভাবে আমরা পারমানেন্টলি ডিলেট হওয়া ফাইল গুলো ফিরিয়ে আনতে পারি।

এর জন্য নিচের স্ক্রিনশর্ট এবং স্টেপ গুলো ফলো করুন।

প্রথমে গুগোল ড্রাইভ এর হেল্প সেন্টার এর এড্রেস এ যেতে হবে । যাওয়ার জন্য এখানে ক্লিক করুন । তারপর নিচের মত একটা পেজ পাবেন । সেখান থেকে ডান থেকে Contact Us এ ক্লিক করুন।

সেখানে ক্লিক করার পর অনেক গুলো অপশন পাবেন । সেখান থেকে Missing Or deleted files সিলেক্ট করুন।

তারপর request chat  এ ক্লিক করুন ।

তারপর নিচের মত একটা পেজ দেখতে পাবেন । প্রথম ঘরে আপনার নাম লিখেন। এবং পরের ঘরে লিখবেন I want to recover my permanently deleted files । লিখার পর সাবমিট করবেন।

তারপর ২-৩ মিনিটের মধ্যে গুগোল থেকে লাইভ আপনার সাথে চ্যাট এ কথা বলবে । সেখানে আপনাকে কয়েক তা সিম্পল প্রশ্ন করবে । যেমনঃ ইমেইল টির মালিক আপনি কি না? তারপর কবে ফাইল গুলো ডিলিট হয়ছে । আপনি জাস্ট সিমপ্লি  উত্তর দিয়ে দিবেন ।

তারপর তারা আপনার কাছে ২৪-৪৮ ঘন্টা সময় চাইবে । এভাবে আপনি ১০০% আপনার permanently delete হয়ে যাওয়া ফাইল রিকভার করতে পারবেন ।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar