CMD এর কমান্ড ব্যাবহার করেই লুকিয়ে ফেলুন কম্পিউটারের যেকোন ড্রাইভ ।

আজ আমরা cmd ব্যাবহার করে আমাদের পিসির যেকোন ড্রাইভ হাইড করে ফেলবো । নিচের স্টেপ এবং স্ক্রিনশর্ট গুলো ফলো করুন ।

এবার আপনি আপনার পিসি তে cmd ওপেন করুন। এবার diskpart লিখে কমান্ড করুন । কমান্ড করার পর নতুন একটি cmd ওপেন হবে ।

এবার সেখানে list volume লিখে কমান্ড করুন । তাহলে আপনি আপনার ডিস্ক লিস্ট দেখতে পাবেন।

এবার আপনি যে ড্রাইভ টি আপনি হাইড করতে চান সেটা সিলেক্ট করুন । সিলেক্ট করার জন্য select volume (আপনার ড্রাইভ নাম্বার) লিখে কমান্ড করুন । ধরুন আমি ২ নাম্বার ড্রাইভ টি সিলেক্ট করলাম , তাহলে কমান্ড হবে select volume 2 । তাহলে আমাদের ২ নাম্বার টি  সিলেক্ট হয়ে যাবে ।

এবার assign letter (আপনার ড্রাইভ নাম) লিখে কমান্ড করুন । যেমন আমি কমান্ড করলাম assign letter F লিখে কমান্ড করলাম, নিচের স্ক্রিনশর্ট দেখুন ড্রাইভ টি হাইড হয়ে গেছে ।

আবার আপনার ড্রাইভটি আনহাইড করতে  পুরো প্রসেসটি আবার করুন।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar