Image To Text করুন ২ মিনিটে । বাংলা টিউটেরিয়াল।

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই । আজ আমি আবারো আপনাদের জন্য মজার একটি টিউটেরিয়াল নিয়ে হাজির হলাম । আজ আমরা শিখবো কিভাবে কোন ইমেজ  ফাইল থেকে টেক্স বা ওয়ার্ড এ কনভার্ট করতে পারি ।

আমরা অনেক সময় এমন অনেক ইমেজ পাই জেগুলোর উপর অনেক প্রোয়জনীয় কথা লেখা থাকে । যা আমদের টেক্স হিসেবে রেখে দিলে কাজে লাগবে । তাই আর বেশি কথা না বলে শুরু করা যাক।

ইমেজ থেকে টেক্স এ কনভার্ট করার সুবিধাঃ

১।অনেক পেজ টাইপিং করা লাগবে না ।

২।আপনার সময় বেছে যাবে।

৩।এটা সম্পূর্ন ফ্রি ,তাই এর জন্য আপনাকে কোন প্রকার খরচ করতে হবে না।

OCR Tool ইউজ করা অনেক সহজ। Just নিচের স্টেপ গুলো ফলো করুন ।

  • সবার প্রথম onlineocr.net এ যান।
  • Language সিলেক্ট করুন।
  • এখন আপনার যে Format এ টেক্স ফাইল দরকার সেটা সিলেক্ট করুন। যদি আপনার সুধুমাত্র টেক্স দরকার হয় তাহলে text plain এ ক্লিক করুন।
  • এখন কনভার্ট এ ক্লিক করুন।
  • এখন নিচে টেক্স পেয়ে যাবেন যেখান থেকে আপনি কপি করতে পারবেন

তো বন্ধুরা সত্যি অনেক সহজ না ? ইমেজ থেকে টেক্স কপি করা । আজ এ পর্যন্ত , আবারো দেখা হবে নতুন কোন টিপস এ ।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar