কম্পিউটারের ভাইরাস ডিলেট করুন এন্টিভাইরাস ছারাই , CMD এর সাহায্যে ।(বাংলা টিউটেরিয়াল)

আজ আমি আপনাদের দেখাব কি ভাবে আপনারা আপনাদের কম্পিউটারের ভাইরাস রিমুভ করবেন কোন প্রকার এন্টিভাইরাস ছারাই, CMD এর সাহায্যে । তো শুরু করা যাক।

স্টেপ ১ঃ সবার প্রথম CMD সার্চ করুন এবং তার উপর ডান ক্লিক করে Run AS ADministrator করুন

স্টেপ ২ঃ CMD ওপেন হওয়ার পর সেখানে cd  টাইপ করে এন্টার প্রেস করুন। এবার আপনার কম্পিউটারের যে ড্রাইভ এ ভাইরাস আছে সেটার নাম টাইপ করে এন্টার প্রেস করুন।

স্টেপ ৩ঃ আমি এখানে d:ড্রাইভ ওপেন করেছি।

স্টেপ ৪ঃ এবার dir টাইপ করে এন্টার প্রেস করুন । এবার আপনার সামনে আপনার ড্রাইভ এর ডাটা গুলো দেখাবে ।এবার নিচের কোড টি কপি করে এন্টার প্রেস করুন।

ATTRIB -S -H*.*/S/D

স্টেপ ৫ঃ এবার আপনার ড্রাইভ এ যে সমস্ত আনিউজিয়াল ফাইল বা ভাইরাস আছে যে গুলা ডিলিট হচ্ছে না ,সেগুলো সো করবে । এখন আপনি যে ভাইরাস কে ডিলিট করতে চান সেটাকে CMD এর সাহায্যে রিনেম করে নেন ।

এবার rename virusname.extension newname টাইপ করে এন্টার প্রেস করুন।

স্টেপ ৬ঃ এবার আপনার ভাইরাস এর নাম রিনেম হয়ে যাবে । এখনাপনি আপনার ড্রাইভ ওপেন করে ভাইরস কে ডিলেট করতে পাবেন । CMD এর সাহায্যেও ডিলেট করতে পারবেন । del virusname.extensoin টাইপ করে ।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar