খুব সহজেই ঠিক করে ফেলুন আপনার নস্ট পেনড্রাইভ বা মেমোরী কার্ড , কোন সফটওয়ার ছাড়াই।[Bangla Tricks]
আপনার মেমোরি কার্ড বা পেনড্রাইভ কি Corrupt হয়ে গেছে । বা ফরম্যাট হচ্ছে না । আজ আমরা দেখবো কি ভাবে CMD এর সাহায্যে আমরা আমাদের নস্ট পেনড্রাইভ না মেমরী কার্ড ঠিক করতে পারি ।
স্টেপ ১ঃ সবার প্রথম কম্পিটার এ পেন ড্রাইভ বা মেমোরী কার্ড ইন্সার্ট করে CMD ওপেন করুন ।
( windows+r দিয়ে অথবা CMD সার্চ করেও আপনি ওপেন করতে পারেন।
স্টেপ ২ঃ ওপেন হওয়ার পর diskpart টাইপ করুন।
স্টেপ ৩ঃএবার list disk টাইপ করে এন্টার প্রেস করুন।
স্টেপ ৪ঃ এবার আপনি আপনার সকল হার্ড ড্রাইভ লিস্ট এবং পেন ড্রাইভ বা মেমোরী কার্ড লিস্ট দেখতে পাবেন । সতর্কতার সাথে সিলেক্ট করুন । মেমোরী কার্ড বা পেন ড্রাইভ এর সাইজ দেখে চিনে নিন । না হলে ভুলে হার্ড ডিস্ক ফরম্যাট করে ফেলবেন।
স্টেপ ৬ঃ সিলেক্ট হয়ার পর clean টাইপ করে এন্টার প্রেস করুন।
ব্যাস, ফরম্যাট হওয়ার পর Eject করুন।
1,952 total views, 3 views today
Comments
So empty here ... leave a comment!