নাম ছাড়া ফোল্ডার তৈরি করে চমকে দেন বন্দধু দের।[Bangla Tips And Tricks]

হ্যালো বন্ধুরা আজ আমরা একটি মজার জিনিস শিখব। আজ আমরা দেখব কি ভাবে আমরা হিডেন ফোল্ডার তৈরী করে চমকে দিতে পারি আমাদের বন্ধুদের । তো শুরু করা যাক।

স্টেপ ১ঃ সবার প্রথম ডেক্সটপ এ রাইট ক্লিক করে পপ আপ মেনু খুলব।

স্টেপ ২ঃ তারপর New এ ক্লিক করে Folder এ ক্লিক করব। তারপর নিউ ফোল্ডার এ ক্লিক করব।

স্টেপ ৩ঃ নিউ ফোল্ডার Create করার পর সেটা রিনেম করব।

 

স্টেপ ৪ঃ রিনেম করার সময় আপনার কীবোর্ড এ NumberLock চালু করে নিন । এবার Alt+0160 টাইপ করুন । কোড টাইপ করার সময় দেখা যাবে না । তাই একটু সাবধানে টাইপ করুন।

স্টেপ ৫ঃকোড টাইপ করার পর এন্টার প্রেস করুন । এবার দেখুন ম্যাজিক , আপনার হিডেন বা নাম ছাড়া ফোল্ডার তৈরী হয়ে গেছে ।

 

কোথাও বুঝতে সমস্যা হলে বা ঠিক মত কাজ না করলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar