LastPass কি ? কেন ব্যাবহার করব ? সুবিধা কি কি?

LastPass  কি?

লাস্ট পাস হল এমন একটি FireFox Addons যা আপনি যখন যেকোন সাইটে লগইন করবেন তখন আপনার পাসওয়ার্ড গুলো সেভ করে রাখবে । পরবর্তিতে আপনি ভুলে গেলেও যাতে আপনি সাইট টিতে লগইন করতে পারেন । সহজ কথায় আপনার পাসওয়ার্ড ভুলে যাওয়া নিয়ে আর কোন টেনশন থাকবে না ।

Name: LassPass

Size: 22mb

Download Link:

FireFox এ Addon কিভাবে এড করতে হয় তা আমি আপনাদের আগেই দেখিয়েছি । ডান পাশের অপশন থেকে এক্সটেনশন এ গিয়ে LassPass লিখে সার্চ দিন । নিচের ছবির মত।

তারপর তা ফায়ারফক্স এ এড করে নিন । এবার নিচের ছবির মত Addon এ গিয়ে তা ইনাবেল করে দিন ।

তারপর এতে একটা একাউন্ট খুলুন , এবং লগ ইন করুন । ব্যাস কাজ শেষ , এখন থেকে আর আপনাকে পাসওয়ার্ড মনে রাখতে হবে না । এটাই সকল পাসওয়ার্ড মনে রাখবে ।

এটা ১০০% সেফ । কেউ ফিশিং মনে করবেন না । তাছারা  এটা দিয়ে আপনি বিভিন্ন সাইট ব্লক করেও রাখতে পারবেন । তাছাড়াও অনেক সুবিধা আছে ,যে গুলো ব্যাবহার করার সময় আপনি  নিজেই বুঝতে পারবেন ।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar