ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সহজ ৩ টি উপায়। সম্পূর্ন বাংলায়।

হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ? আশা করি সবাই ভালোই আছেন ।আজ আবারো আপনাদের জন্য নতুন টিপস নিয়ে হাজির  হলাম । আজ আপনাদের দেখাবো কিভাবে আমরা ইউটিউব থেকে সহজে ভিডিও ডাউনলোড করতে পারি । তার তিনটি সহজ উপায় । তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক ।

আমাদের মদ্ধে এখন ও এমন অনেকেই আছে যারা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন না । যারা জানেন তারা দূরে থাকেন ।

১।ধরুন  আপনি যা ভিডিওটা ডাউনলোড করবেন তার লিঙ্ক টা হল www. youtube.com/xyz । এখন আপনি সামনের www. তা কেটে দিয়ে ss লিখুন । তাহলে লিঙ্ক টা হবে কিছুটা এরকম ssyoutube.com/xyz । এবার এন্টার প্রেস করুন দেখবেন পরের পেজ এ ডাউনলোড এর অপশন চলে এসেছে । এবার আপনার পছন্দের ফরম্যাট অনুযায়ী ডাউনলোড দেন।

 

২। আবারো আপনি আপনার ভিডিওটির লিঙ্ক এ যান । আবারো ধরলাম আপনার ভিডিও লিঙ্ক www.youtube.com/xyz । এবার you এর পরে এবং Tube এর আগে ম্যাজিক লিখুন । তাহলে লিঙ্ক টা কিছু টা এরকম হবে www.youmagictube.com/xyz ।আবারো পরের পেজ এ ডাউনলোড আপশন আসবে । আপনার পছন্দের ফরম্যাট অনুযায়ী ডাউনলোড দিন ।

 

৩।এবার আপনি সরাসরি www.genyoutube.com এ যান । যাওয়ার পর সার্চ অপশন দেখতে পাবেন । সেখানে আপনি যা খুজছে তা লিখুন । পরের পেজ এ ডাউনলোড অপশন সহ আসবে । সেখান থেকে আপনার পছন্দের ফরম্যাট অনুযায়ী ডাউনলোড দিন ।

 

তো বন্ধুরা আজ এ পর্যন্তই । আবারো দেখা হবে নতুন কোন টিউটেরিয়াল এ । সে পর্যন্ত সবাই ভালো থাকবেন । আল্লাহ হাফেজ ।

 

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar