এবার Youtube-Dl দিয়েই ডাউনলোড করুন যে কোণ রেজুলেশন এর Video কিংবা Audio ফাইল । আগের থেকে সহজে বাংলায় ২০১৯।

এর আগে আমি আপনাদের দেখিয়েছিলা কিভাবে আপনারা youtube-dl সেটাআপ করবেন এবং কিভাবে এটি ব্যাবহার করে ইউটিউব থেকে কোণ ভিডিও , প্লেলিস্ট কিংবা চ্যানেল ডাউনলোড দিতে পারেন । যারা আগের টিউটেরিয়াল  টি দেখেন নি তারা নিচের লিঙ্ক এ ক্লিক করে দেখে নিন ।

আগের পোস্ট টিঃ এখানে ক্লিক করুন।

আজ  আমরা জানবো কিভাবে আমরা এই youtube dl ব্যাবহার করেই বিভিন্ন রেজুলেশন এর ফাইল কিংবা ইউটিউব থেকে কোণ ফাইল কে অডিও তে কনভার্ট করে ডাউনলোড করতে পারবো। নিচার স্ক্রিনশর্ট এবং স্টেপ গুলো ফলো করুনঃ

প্রথমে আপনার পিসিতে cmd ওপেন করুন । তারপর দেখানে আগের মত নিচের কমেন্ট গুলো করুন ।

cd desktop লিখে enter চাপুন।

তারপর youtube-dl.exe -F (Link) লিখে Enter চাপুন

তাহলে আপনারা নিচের মত একটা পেজ দেখতে পাবেন । যেখানে  সব রেজুলেশনের জন্য ফাইল টি পাবেন । আমি অডিও ডাউনলোড করব তাই m4a ডাউনলোড করবো । এটাও অডিও ফাইল । এটার নম্বর হচ্ছে ১৪০।তাহলে আমাদের কমেন্ট টি হবে

  youtube-dl.exe -f 140 (Link)

কমেন্ট দিয়ে কিছুক্ষন ওয়েট করলে দেখতে পাবেন ফাইল টি ১০০% ডাউনলোড হয়ে গেছে ।

 

 

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar