Youtube-Dl এ কমেন্ট লাইন ব্যাবহার করে খুব সহজেই ডাউনলোড করুন যেকোন ভিডিও, পুরো চ্যানেল বা প্লেলিস্ট ।সম্পুর্ন টিউটেরিয়াল বাংলায় ২০১৯।

Youtube-Dl ব্যাবহার করে ইউটিউব থেকে ডাউনলোড করুন যে কোণ ভিডিও , পুরো চ্যানেল , বা প্লেলিস্ট ।নিচের স্ক্রিনশর্ট গুলো ফলো করুনঃ

প্রথমে গুগলে youtube-dl লিখে সার্চ দিয়ে নিচের মত লিঙ্ক এ যান ।

লিঙ্কে যাওয়ার পর এমন একটা পেজ দেখতে পাবেন , সেখান থেকে Download এ ক্লিক করুন।

ডাউলোড এ ক্লিক করার পর নিচের পেজ এর মত একটা পেজ আসবে । সেখানে থেকে Windows exe এ ক্লিক করে youtube dl টি ডাউনলোড করে নিন । আপনার পিসি তে যদি Microsoft Visual c++ Install করা না থাকে তাহলে পাশের লিঙ্ক এ ক্লিক কর তা ডাউনলোড করে ইনস্টল করে নিন।

তারপর youtube dl যেখানে ডাউনলোড করছেন সেখান থেকে কাট করে নিয়ে আপনার ডেস্কটপ এ রেখে দিন ।

এবার আপনার পিসি তে cmd ওপেন করুন । cmd ওপেন করার পর নিচের মত কমেন্ট করুন ।

cd Desktop

অর্থাৎ direction কে ডেস্কটপ এ change করা হল। তারপর নিচের মত কমেন্ট করুন

youtube-dl.exe (যা ডাউনলোড করতে চান তার লিঙ্ক)

আমি এই গান টা ডাউনলোড করব । তাই এই লিঙ্ক টা কপি করলাম।

দেখুন কমেন্ট টি দেয়ার পর ডাউনলোড শুরু হয়ে গেছে । এবং ১০০% হয়ে গান টি ডাউনলোড হয়ে গেছে ।

যেখান youtube dl ফাইল টি রাখবোন সেখানে আমাদের ডাউনলোড করা ফাইল টি খুজে পাবো ।আমরা যেহুতু ডেস্কটপ এ youtube dl ফাইল টি রেখে দিসি , তাই আমাদের ডাউনলোড করা ফাইল টি আমরা সেখানেই পাবো।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar