Google Image Search কি? কিভাবে Google Image Search এর মাধ্যমে কোণ ছবির তথ্য খুজে বের করব? সম্পুর্ন বাংলায় ২০১৯।
Google Image Search হল গুগলের এমন একটি সেবা যার মাধ্যমে আমরা খুব সহজেই কোণ ছবিকে সার্চ করে এর একই রকমের ছবি , ছবিটি কিসের , ছবির লোকেশন অর্থাৎ এক কথায় সেই ছবি সম্পর্কে সকল তথ্য জানতে পারবো।
Google Image Search ব্যাবহার করতে নিচের স্ক্রিন্সশর্ট এবং স্টেপ গুলো ফলো করুনঃ
ছবি সার্চ করার জন্য আমরা প্রথমে Google.com এ যাবো । গুগলে যাওয়ার পর ডান দিকের উপরে Images লেখার উপরে ক্লিক করবো।
তারপর নিচের পেজ এর মত একটি পেজ আসবে সেখানে স্ক্রিনশর্ট এ দেখানো ক্যামেরা আইকোন টিতে ক্লিক করবো।
তারপর একটি পেজ আসবে যেখানে আপনাকে ছবি সিলেক্ট করতে পারবেন । আপনি ২ ভাবে ছবি সিলেক্ট করতে পারবেন। ইচ্ছা করলে আপনি যে কোণ ছবির লিঙ্ক দিয়ে ছবিটির সকল তথ্য খুজে বের করতে পারবেন। অথবা আপনার স্টোরেজ থেকে যেকোন ছবি আপ্লোড দিয়ে সার্চ করতে পারবেন।
আমি Upload An Image ক্লিক করে একটি ছবি আপলোড দিলাম । এবার নিচের স্ক্রিনশর্ট এ দেখুন ছবি টির সকল তথ্য অর্থাৎ ছবি টি কার , কোথায়, কবে তোলা হয়েছে, ছবিটির রেজুলেশন , এবং সিমিলার ছবি সহ সকল তথ্য পাওয়া গেছে ।
এভাবেই আমরা Google Image যেকোন ইমেজ সার্চ করে সিমিলার ইমেজ অথবা ওই ইমেজের সকল তথ্য খুজে বের করতে পারি।
2,248 total views, 3 views today
Comments
So empty here ... leave a comment!