Tor Browser কি? কিভাবে Tor Browser Install এবং Setup করবো ? Hacker’s Browser? ২০১৯ আপডেট।

Tor Browser অনেক শক্তিশালী একটা ব্রাউজার । কিন্তু এটা সাধারন ব্রাউজার যেমনঃ Chrome, Mozila এগুলার মত করে ইন্সটল বা ব্যাবহার করা যায় না । আমরা জানি পৃথিবীর মধ্যে মাত্র ৮ ভাগ Surface Website অর্থাৎ যেগুলো আমরা দেখতে পাই যেমনঃFacebook, Youtube, google ইত্যাদি এবং বাকি গুলো DarkWeb বা DeepWeb । Surface Website গুলোতে আমরা যে কেউ যে কোন বাউজার দিয়ে ঢুকতে পারি । কিন্তু ডার্ক ওয়েব বা ডীপ ওয়েব এ প্রবেশ করতে হলে আমাদের অবশ্যই Tor Browser লাগবে । তাই এটিকে হ্যাকার দের ব্রাউজার ও বলা হয় । কারণ এটা দিয়ে ব্রাউজ করলে এটি আপনার Ip Address হাইড করবে ফলে আপনাকে কেউ ট্রেস করতে পারবে না । কিন্তু এধরনের ব্রাউজার ব্যাবহার করা সম্পুর্ন অবৈধ ।নিচের লিঙ্ক থেকে ব্রাউজারটি ডাউনলোড করুন এবং নিচের ব্রাউজারটি Setup করার জন্য নিচের স্টেপ গুলো ফলো করুনঃ

 

Software Name: Tor Browser

Size: 54mb

Download Link: Click Here

উপরের লিঙ্ক টিতে প্রবেশ করুন । তারপর নিচের পেজ এর মত দেখতে পাবেন , সেখান থেকে আপনি আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করে নিন। আমার অপারেটিং সিস্টেম উইন্ডোস তাই আমি সেটি ডাউনলোড দিছি ।

ডাউনলোড হয়ে গেলে ফাইলটিতে ডাবল ক্লিক করে ইন্সটল সুধু করুন।

প্রথমে আপনাকে Language সিলেক্ট করতে বলবে সিলেক্ট করে ok করুন। তারপর আপনি কোথায় ইন্সটল করতে চান তা সিলেক্ট করুন।

ব্যাস এখন কাজ শেষ , ২ মিনিট ওয়েট করুন । ব্রাউজার টি ইন্সটল হয়ে যাবে ।

ইন্সটল হয়ে গেলে আপনার ডেস্কটপ এ Start Tor নামের একটা আইকোন পাবেন , তাতে ডাবল ক্লিক করলে ব্রাউজার টি চালু হয়ে যাবে।

প্রথমে নিচের ছবির মত এটি নেটওয়ার্কের সাথে কানেক্ট বলে কিছুটা সময় নিবে।

তারপরের পেজ এ আপনার কাছে ২ তা অপশন আসবে । আপাতত আপনাকে নতুন করে কনফিগ করার দরকার নেই । আপনি জাস্ট কানেক্ট এ ক্লিক করুন।

তারপর আপনারা নিচের পেজ এর মত একটা পেজ দেখতে পাবেন । এটাই টর ব্রাউজারের ইন্টারফেস।

Tor browser এর ডিফাল্ট সার্চ ইঞ্জিন হলো Duck Duck Go এবং ডার্ক ওয়েব এর প্রতিটা সাইট এর এড্রেস এর শেষে .onion থাকে ।

 

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar