বেস্ট লাইভ Broadcast Software । ফেসবুক , ইউটিউব লাইভ করুন সব থেকে সহজ উপায়ে । সম্পুর্ন বাংলায় ২০১৯।

ফেসবুক কিংবা ইউটিউব এ লাইভ এ যান অথবা সরাসরি গেম প্লে দেখান সব থেকে সহজ উপায়ে । এর আগে লাইভ স্ট্রিম করার জন্য XSplit সফটওয়ার নিয়ে একটি পোস্ট আছে । কেউ চাইলে পোস্ট টা দেখে আস্তে পারেন।

XSplit পোস্ট লিঙ্কঃ এখানে ক্লিক করুন

কিন্তু পোস্ট টি একটু কমপ্লিকেটেড ছিল এবং সফটওয়ার টি কিছু টা স্লো করত পিসি কে তাই আজ অন্য সফটওয়ার দিয়ে সহজ  ভাবে দেখবো।

Software Name: OBS Studio

Size: 67 mb

Download Link: Click Here

ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করুন । ইন্সটল করতে প্রথমে ডাউনলোড করা সফটওয়ার টির উপর ডাবল ক্লিক করুন তারপর এটিকে পারমিশন দিন।

তারপর Next এ ক্লিক করুন ।

তারপর I Agree তে ক্লিক করুন ।

তারপর আপনাকে লোকেশন সিলেক্ট করতে বলবে , যেখানে ইন্সটল দিতে চান সেটা সিলেক্ট করুন। তারপর নিচের মত একটা পেজ দেখতে পাবেন । যা আছে ডিফাল্ট রেখে Install এ ক্লিক করুন।

ব্যাস কিছুখন অপেক্ষা করুন , ইন্সটল হয়ে যাবে।

ইন্সটল হওয়ার পর সফটওয়ার টি ওপেন করুন । তাহলে নিচের মত একটা পেজ দেখতে পাবেন । এটাই হল Obs Studio এর ইন্টারফেস।

ছবির উপরের মার্ক করা টুকু অংশ টুকু হল option bar  । এখান থেকে আমরা লাইভ শুরু থেকে শেষ করা পর্যন্ত বিভিন্ন ধরনের অপশন পাবো । যেমনঃ ফাইন , ইডিট , সীন ,  আউটপুট ইত্যাদি।

তার নিচের বড় অংশ টি হল ডিসপ্লে । এখানে আমাদের লাইভ আউটপুট টি আমরা দেখতে পাবো । অর্থাৎ দর্শক যা দেখবে এখানে আমরা টা দেখতে এবং ইডিট করতে পারবো।

তারনিচে বামের অংশটি হল Scene Panel । অর্থাৎ এখান থেকে আমরা এক বা তার বেশি Scene  যোগ করতে পারবো এবং আমাদের পছন্দ মত তা লাইভ দেখাতে পারবো ।

তারপাশের অংশটি হলো Capture panel  । এখান থেকে আমরা আমাদের কম্পিউটার ডিসপ্লে লাইভ দেখাতে পারবো । যারা গেম প্লে লাইভ Broadcast করে তারা এটির সাহায্যে করে। এখান থেকেও আমরা একাধিক ডিস্প্লে ক্যাপচার নিতে নিতে পারবো ।

তারপরের অংশটি হলো Sound Panel । এখান থেকে আমরা সাউন্ড এবং ভয়েজ কে কন্ট্রোল করতে পারবো । তারপাশে আছে Control Panel  যেখান থেকে আমরা স্ট্রিম Start বা  Stop করতে পারবো তাছাড়াও আরো কিছু সেটিংস এর অপশন রয়েছে এতে যা নিয়ে আমরা পরবর্তি টিউটেরিয়াল এ বিস্তারিত জানবো ।

এখন আমরা উপরের অংশের Profile এ যাবো । সেখান থেকে New সিলেক্ট করে একটা প্রোফাইল বানাবো।

তারপর টুলস অপশন টিতে যাবো সেখান থেকে Auto সিলেক্ট করব ।

আজ এ পর্যন্তই । পরবর্তি তে আমরা দেখবো কিভাবে OBS Studio বেস্ট কনফিগার করা যায় । এবং বেস্ট সেটিংস এ আউটপুট ।

 

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar