ফেসবুক , ইউটিউব এ লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে লাইভ ক্রিকেট ম্যাচ বা যে কোন অনুষ্ঠান দেখান । সম্পুর্ন বাংলায় ।

আজ আমরা দেখবো কিভাবে আমরা আমাদের পিসি থেকে ফেসবুক কিংবা ইউটিউব লাইভ এর মাধ্যমে হাজার হাজার মানুষ কে খেলা কিংবা কোন টিভি অনুষ্ঠান লাইভ দেখাতে পারবো । অনেকে হয়ত জানেন । যারা জানেন না তাদের জন্য আজকের এই পোস্ট। নিচের স্ক্রীনশর্টগুলো ফলো করুন।

যে সফটওয়ার লাগবেঃ

Name: Xsplit Broadcaster

Size: 2mb (ডাউনলোড দেয়ার পর অনলাইন ইন্সটল করতে ১৩০ এম্বি লাগবে )

Link:

ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করে নিন । তারপর ইমেইল পাসওয়ার্ড দিয়ে একটি একাউন্ট খুলে নিন। আমি একাউন্ট খোলা দেখালাম না । জানি এটা সবাই পারবেন ।

ওপেন করার পর নিচের মত দেখেতে পাবেন । Continue এ ক্লিক করুন ।

তারপর নিচের মত আসবে । এটা হল এই সফটওয়ার এর ইন্টারফেস ।

এবার আউটপুট এ যান । তারপর নিচের ছবির মত Set a New Output এ ক্লিক করুন । ইউটিউব বা ফেসবুক যেটা আপনি লাইভ এ দেখতে চান সেটা সিলেক্ট করুন । আমি ফেসবুক দিয়ে দেখাচ্ছি ।

(নোটঃ ইউটিউব এ লাইভ দেখাতে হলে , ইউটিউব থেকে পারমিশন নিতে হয় ।ইউটিউব নরমালী ২৪ ঘন্টার মদ্ধ্যে পারমিশন দিয়ে দেয় )

এবার নিচের ছবির মত অথরাইজ এ ক্লিক করুন ।

এবার আপনি যে আইডি থেকে লাইভ এ যাবেন সেই আইডির ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগইন করুন । এবার আপনি আপনার প্রোফাইল থেকে , নাকি  গ্রুপ বা পেজ থেকে শেয়ার করতে চান তা সিলেক্ট করুন ।


ব্যাস আউটপুট সেটাপ দেয়া হয়ে গেছে । এবার সোর্স এড করতে হবে । সোর্স এড করার জন্য এড সোর্স এ যান ।

এবার একটা সোর্স লাগবে । অর্থাৎ কোন ভিডিও সোর্স । ভিডিও এড করার জন্য অনেক অপ্সহন পাবেন তারমধ্যে আমি দেখাবো সব থেকে সহজে স্ক্রীন ক্যাপচার এর মাধ্যমে ।

সোর্স লিঙ্কঃ

লিঙ্ক এ গেলে নিচের পিকচার এর মত দেখতে পাবেন ।

এবার কোয়ালিটি সিলেক্ট করে , যে কোন একটি ভিডিও প্লেয়ের সিলেক্ট করুন । আমি পট প্লেয়ার সিলেক্ট করেছি ।


ভিডিও প্লে হলে স্ক্রীন ক্যাপচার এর মাধ্যমে যত টুকু লাইভ দেখাতে চান তত টুকু সিলেক্ট করুন । অর্থাৎ পট প্লেয়ার টুকু সিলেক্ট করুন । এবার নিজের  মত করে xsplit এ দেখে স্ক্রীন সাইজ ঠিক করে নিন ।

এবার আবার আউটপুট এ যান । তারপর সেটাপ করা আইডি টা সিলেক্ট করুন ।

এবার নিচের ছবির মত টাইটেল , ডিস্ক্রিপশন থিকমত দিয়ে Start Broadcasting এ সিলেক্ট করুন ।

ব্যাস এখন আপনার প্রোফাইল এ লাইভ দেখানো হচ্ছে ।

অনেক সহজ ভাবে বলার চেষ্ঠা করছি । তারপরেও বুঝতে সমস্যা হলে নিচের ভিডিও টি দেখে আসুন ।
Click Here
 

 

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar