এক ক্লিকেই পালটিয়ে ফেলুন অডিও গানের থাম্বলিন। বাংলা টিউটেরিয়াল ।

গানের নিজের পিকচার দেয়ার একটা আলাদা মজা আছে। অন্য কেউ যখন গান গুলা সুনবে তখনাপনার পিকচার তার ফোন্সক্রিন এ ভেসে থাকবে । তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এক ক্লিক এ সমস্ত গান এর থাম্বলিন পরিবর্তন করতে পারবেন ।আমরা এক বারেই অনেক অডিও গানের ছবি চেঞ্জ করবো। অডিও গান প্লে করার পরে স্ক্রিনে যে ছবিটি দেখা যায় বা যায় না। সেই ছবিটি চেঞ্জ বা সেট করবো।

Name: Mp3tag

Size:4 mb

Link: Click Here

তারপর ইন্সটল করে নিন।

এইবার কাজ। আপনারা পারবেন জানি।

সফটওয়্যার টি ওপেন করার পরে জত গুলো অডিওর ছবি চেঞ্জ বা সেট করতে চান, সব এই সফটওয়্যার টি তে আনুন।

যেভাবে একটা গান মাউস দিয়ে ধরে কোনো মিডিয়ার উপরে ছেড়ে দিতে হয়, সেভাবে এই সফটওয়্যার এ আনুন।

All Select করুন।

নিচের দেখানো ছবির যায়গাতে তে মাউস পয়েন্টার টি নিন।

Add Cover  এ ক্লিক করুন।

 

তারপর , যে ছবিটি আপনি সেট করতে চান, সেই ছবি টি সিলেক্ট করুন।

বুঝতে  সমস্যা হলে নিচের ছবি টি দেখুন।

দেখুন ছবি এখানে অ্যাড হয়েছে।

এইবার এই সফটওয়্যার এর উপরে>ডান দিকে>কোণায় দেখুন সেভ আইকন আছে।

সেখানে ক্লিক করুন সেখুন সেভ হচ্ছে।

মানে এই ছবি সেট হচ্ছে।

কাজ শেষ হলে আপনাকে জানিয়ে দেবে।

নিচের ছবির মত।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar