এবার IDM দিয়েই ডাউনলোড করুন যে কোন সাইট এর অফলাইন ভার্সন ।সম্পুর্ন বাংলা টিউটেরিয়াল ।

এর আগে আমি আপনাদের Httric দিয়ে কিভাবে কোন ওয়েবসাইট কে অফ্লাইন এর জন্য ডাউনলোড করতে হয় তা দেখিয়েছিলাম । যারা দেখেন নি তারা দেখে আস্তে পারেন ।কিন্তু তাতে সময় কিছুটা বেশি লাগত তাই আজ আমি আপনাদের দেখাব কিভাবে আমরা IDM এর মাধ্যমে একটি ওয়েবসাইটকে ফুল অফলাইন এ ডাউনলোড করতে পারি ।

 



আরো সহজ করে বলছি https://www.w3schools.com/ একটি কোডিং শিখার সাইট আপনি চাইলে যে কোন সময় অনলাইনে ভিজিট করে আপনার কোডিং জ্ঞান অর্জন করতে পারবেন কিন্তু চিন্তা করু ওয়েবসাইট টি মুখস্ত হতে আপনার কত সময় নিতে পারে আর বার বার দেখতে গেলে কি পরিমান MB খরচ হতে পারে তখন আমার মতে ভালো হবে সেটাই যদি আমি অফলাইন ভার্সন তৈরী করে নেই।

যেভাবে অফলাইন ভার্সন তৈরী করতে হয়

 

তবে এর জন্য আপনার IDM প্রয়োজন হবে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

Link: Click Here

ডাউনলোড এবং ইন্সটল হয়ে গেলে Open করুন এবং উপরের চিত্রের মত Grabber নির্বাচন করুন।

 উপরের চিত্রের মত করে প্রথম বক্সে টাইটেল লিখুন যে নামে প্রজেক্ট টি সেভ করতে চান আর কি?
২য় বক্সে ওয়েবসাইটের লিংক দিন যেটা আপনি অফলাইন ভার্সন বানাতে চান।
৩য় বক্সে The Whole Web Site নির্বাচন করুন।
এরপর Next বাটনে ক্লিক করুন।


উপরের মত সিলেক্ট করে দিন চেক বক্স এবং যেখানে সেভ করতে চান সে জায়গাটি।



উপরের চিত্রের মত Explore The Whole Site চেক করে দিন সাথে Ignore Popup Windows এরপর Next বাটনে ক্লিক করুন।

প্রথম বক্সে All Files নির্বাচন করুন ২য় বক্সে Don’t Use Exclude Filter এরপর Advanced বাটনে ক্লিক তারপর আবার Next বাটনে ক্লিক করুন।

দেখুন ডাউনলোড আরম্ভ হয়ে গেছে এবার অপেক্ষা করতে থাকুন শেষ না হওয়া পর্যন্ত।



ডাউনলোড হয়ে গেলে Save বাটনে ক্লিক করুন।

দেখুন আমার Save করা অফলাইন ভার্সন এখান থেকে default index ফাইলটি ডাবল ক্লিক করে ব্রাউজিং আরম্ভ করে দিতে পারবেন।

উপরের চিত্রটিতে দেখুন আমার অফলাইন ভার্সন ব্রাউজিং এর জন্য পুরোপুরি তৈরী।


তবে আরম্ভ করুন আপনার অফলাইন ভার্সন তৈরী।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar