w3school মোবাইল এপস । কোড শিখুন মোবাইলে । [App Review 2018]

এর আগে আমি আপনাদের w3school এর অফ্লাইন ভার্সন দিয়েছিলাম । সেটা পিসি তে ভালো ভাবে কাজ করলেও মোবাইলে কিছুটা প্রব্লেম করে । তাই আজ মোবাইল এর জন্য w3school এর এপস নিয়ে এলাম । যা দিয়ে আপনি যে কোন এন্ড্রয়েড এ কোড শেখার পাশপাশি , তা প্রাক্টিস করতে পারবেন ।

Apps Name: W3Schools Offline FullTutorial

Size:12mb

Link: Click Here

স্ক্রিনশর্টঃ

 

১. HTML – এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওয়েড ডিজাইনের জন্য অবশ্যই দরকার, ডেভলপের জন্য এই বিষয়ে ধারনা থাকতে হবে।
২. PHP – এটি ওয়েব ডেভলপের জন্য সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বিশ্বের সেরা সাইট গুলোর কয়েকটি ফেসবুক, উইকিপিডিয়ার অনেকাংশ ডেভলপ করা পিএইচপিতে। জনপ্রিয় CMS ও PHP দ্বারা তৈরি। আর বিশ্বের ৮২% এর মত সাইট ডেভলপ করা পিএইচপিতে। তাহলে বুঝুন php কি। php দিয়ে সফটওয়্যারও তৈরি করা যায়। আরও জানতে গুগলে সার্চ করুন।
৩. Javascript – জনপ্রিয় স্কিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তবে প্রোগ্রামিংয়েও এটি সেরার মধ্যে একটি।
৪.CSS – ওয়েব ডিজাইন করতে হলে অবশ্যই লাগবে। এটি সমন্ধে যত ভাল ধারনা থাকবে তত ভাল সাইট ডিজাইন করতে পারবেন।
৫. SQL&MYSQL – ডাটাবেজের কাজে ব্যাবহৃত হয়। php এর সাথে ভালো সম্পর্ক আছে।

৬.JQuery – JavaScript কোড এর লাইব্রেরী। অল্প কোড লিখে অনেক কাজ করা যায়। বিশ্বের সেরা সাইট Google, Facebook এর ব্যাবহার করে। তাহলে আপনি কেন করবেন না। এটি ডিজাইনের কাজে ব্যাবহৃত হয়।
৭. XML – এটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ ধরনের। তুলনামূলক কঠিন। অনেকেই এটিকে এরিয়ে যান। তবুও কিছু ধারনা রাখার চেষ্টা করবেন। সম্পর্ন পারলে খুবই ভালো হবে।
৮. W3CSS – এটি CSS এর মতই। তবে এটির আলাদা কিছু বৈশিষ্ট আছে।
৯. Angular – এটি JavaScript এর কাছাকাছি। না জানলে অসুবিধা নেই।
১০. ASP – এটিও জানলে ভালও। তবে এটি আগে দেখার দরকার নেই।
১১. Bootstrap – এটি মার্কআপ ল্যাঙ্গুয়েজের মত অথবা এর ফ্রেমওয়ার্ক। এটি জানলে ভালো ডিজাইন করতে পারবেন।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar