নিয়ে নিন আপনার পিসির জন্য সবথেকে ভালো এন্ড্রয়েড ইমুলেটর।

হ্যালো বন্ধু রা , প্রযুক্তির ঠিকানায় তোমাদের সবাইকে স্বাগতম । আজ আমরা দেখবো আমরা কিভাবে আমাদের কম্পিউটারে আমাদের প্রিয় এন্ড্রয়েড এপস চালাতে পারি , তাহলে শুরু করা যাক,

এন্ড্রয়েড এপস আপনার পিসি তে চালানোর জন্য অনেক ইমুলেটর পাবেন । যেমনঃ

1.Nox

2.Andy

3.Archon

4.Bliss

5.Droid4x

6.Memu

7.Bluestacks

8.KoPlayer    Etc

তবে আমরা আজ আলোচনা করব Nox Player নিয়ে । আমি যত গুলো ইউজ করেছি তার মদ্ধে Nox Player Best.

কারনঃ

১।এটা অন্যান্য ইমুলেটর এর মত পিসি স্লো করে না।

২।খুব অল্প কনফিগারেশন এর পিসি তেও স্মুথলি কাজ করে।

৩।ডিফাল্ট স্ক্রিন রেকোর্ডার সহ আরো বেশ কিছু ডিফাল্ট এপস ।

৪।অন্যান্য ইমুলেটর এর থেকে অনেক বেশি সহজ ।

৫।যে কোন এপস বা গেমস সহজে সাপোর্ট করে ।

৬।রুট করার সুবিধা।

আরো অনেক কিছু । যা ধিরে ধিরে ব্যবহারে আপনি বুঝতে পারবেন।

ডাউনলোড লিংকঃ এখানে

আজ এ পর্যন্ত। আগামীতে এর আরো নানা সুবিধা অসুবিধা নিয়ে কথা বলব।

কারো কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar