খুব সহজে আপনার এন্ড্রয়েড ফোনের IMEI Number চেঞ্জ করুন । [Root]

আজ আমি আপনাদের  দেখাব , কিভাবে আপনারা আপনাদের ফোনের IMEI নাম্বার বদলাতে পারবেন। তো চলেন শুরু করা যাক ।

যা যা লাগবেঃ

১। ইন্টারনেট কানেকশন।

২।রুটেড ফোন।

৩।Xposed Installer . [LINK]

৪।IMEI Changer App. [LINK]

 

স্টেপ ১। সর্ব প্রথম আপনি আপনার রুটেড ফোন এ Xposed Installer Apk ডাউনলোড করে নিন। তারপর IMEI Changer App ডাউনলোড করে ইন্সটল করে নিন। এবার Xposed Installerখুব ওপেন করুন।

 

স্টেপ ২ঃ ওপেন করার পর Modules এ ক্লিক করুন । তারপর IMEI changer  এ টিক দিন।

স্টেপ ৩ঃ এইবার ফোন রিস্টার্ট করুন । ফোন অন হবার পর IMEI changer ওপেন করুন।

স্টেপ ৪ঃ তারপর প্রথম ঘরে আপনার বর্তমান IMEI এবং পরের ঘর এ আপনি নতুন যে IMEI নাম্বার দিতে চান তা দেন । এবার নিছে এপ্লাই এ ক্লিক করুন।  এবার ফোন টি রিস্টার্ট দিন।

ব্যাস আপনার IMEI নাম্বার চেঞ্জ হয়ে গেছে ।  আপনার IMEI নাম্বার চেক করতে *#০৬# ডায়াল করুন ।

কাজ গুলো অবশ্যই নিজ দায়িত্বে করবেন।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar