চলে এসছে গুগোল এর নতুন প্রোডাক্ট Google Home Mini । দেখে নিন এর সুবিধা এবং ফিচার সমুহ ।

বাজারে এসছে গুগোল এর নতুন প্রোডাক্ট Google Home Mini । এটির বর্তমান বাজার মূল্য ৬,০০০ টাকা। যা পরবর্তিতে কমতেও পারে বলে ধারনা করা হচ্ছে ।

আসলে এটা কি ? কিভাবেই বা কাজ করে তাই আজ আমরা জানবো। আগে আমরা এর সুবিধা গুলো জেনে নেই ।

সুবিধা:

অনেকে হয়ত বুঝতে পারছেন এটা Assistance এর মত।
১.এর প্রধান সুবিধা এটা আমাদের Assistance এর মত কাজ করবে।
২.যেকোন প্রশ্ন করলে খুব সহজে সঠিক দিতে পারবে।আর এটা করবে গুগল সার্চ এর মাধ্যমে।
৩.এটা আপনাকে আপনি যে নামে ডাকতে বলবেন সেই নামেই ডাকবে।
৪.এটাকে আপনি কোন কিছু বলে রাখলে তা পরে আপনার মনে না থাকলেও সে মনে রাখতে পারবে।
৫.এটা আপনাকে বিনোদন দিতেও সাহায্য করবে।
৬.এটা আপনাকে বিভিন্ন ইবেন্ট মনে করিয়ে দিবে যদি আপনি তা পূর্বে বলে রাখেন।আরও অনেক কিছু।

কিভাবে আমরা এটা ব্যবহার করবঃ

১.এর মধ্যে রয়েছে একটি সুইচ যা মাইক্রোফোন চালু বা বন্ধ করতে ব্যবহার করা হয়।
২.এর ডান পাশে টা্চ করলে সাউন্ড কমে এবং বাম পাশে টা্চ করলে সাউন্ড বারে।এবং উপরে টা্চ করলে সউন্ড বন্ধ হয়।

৩.এটা Google Home এর সাথে কানেক্ট করে ব্যবহার করতে হয় ।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar