ম্যাক এড্রেস কি? কিভাবে চেক করবেন? কিভাবে চেঞ্জ করবেন ?

ম্যাক এড্রেস কি?

ম্যাক এড্রেস এর সম্পূর্ণ ইংরেজী বিশদ রূপ হচ্ছে Media Access Control Address (MAC Address). কোন কম্পিউটারের ম্যাক এড্রেস হচ্ছে সেই কম্পিউটারটিতে ব্যবহায্য নেটওয়ার্ক ডিভাইসটির জন্য একটি অনন্য পরিচিতি যা কম্পিউটারটিকে তার শারীরীকভাবে পরিচিতি প্রদান করে। এ্টা নেটওয়ার্কের সাথে যোগাযোগ রক্ষা করে এবং কম্পিউটারটিকে সেই নেটওয়ার্কে পরিচিত করে দেয়। কোন ডিভাইসের ম্যাক এড্রেস তার তৈরীকারী প্রতিষ্ঠান সরবরাহ করে থাকে। একেকটি নেটওয়ার্ক ডিভাইসের জন্য একেকটি ম্যাক এড্রেস থাকে।

কিভাবে চেক করবঃ

আপনার কম্পিউটার এ cmd ওপেন করুন এবং ipconfig/all লিখে এন্টার চাপুন ।

কিভাবে ম্যাক এড্রেস চেঞ্জ করবঃ

এটা অবশ্যই আপনি আপনার রিস্ক এ করবেন । নিচ থেকে সফটওয়ার টি ডাউনলোড করে নিন।

Name: Technitium MAC Address Changer

Size: 2.1 Mb

Download Link: Click Here

Random Mac Address এ ক্লিক করুন  । তারপর যে কোন একটি সিলেক্ট করে  Change Now এ ক্লিক করুন । এবার পিসি রিস্টার্ট দিন । আবার  যদি Original Mac এ ক্লিক করুন তাহলে পুনোরায় আগের এড্রেস এ ফিরে যেতে পাবেন ।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar