ঘরে বসেই এখন আপনি নিজে নিজেই ওয়েবসাইটডিজাইন ও ওয়েবসাইট তৈরি করতে শিখুন । প্রথম পর্ব ।

কোডিং শেখার জন্য এবং অনলাইন এ  প্রাক্টিস করার জন্য এর আগে আমি আপনাদের সাথে w3school এর পরিচয় করিয়ে দিয়েছিলাম ।

যারা পোস্ট টি দেখেন নি এখানে ক্লিক করুন

আজ আপনাদের সাথে এরকম আর একটি সাইট এর পরিচয় করিয়ে দিব । সব থকে বড় কথা সাইট টি বাংলাদেশি ।

Site Title: Training with Live Project

Link:

এই সাইট এর অ্যাডমিন প্রোগ্রামার দেলোয়ার স্যার খুব সহজ বাংলা ভাষায় ভিডিও টিউটোরিয়াল করে বুজিয়েছেন যা আপনি একডম শুন্য থেকে শিখতে পারবেন। আপনি এখানে স্টেপ স্টেপ ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে।  আপনি ওয়েব সাইট এর  কিছুই জানেন না তারপর শিখতে পারবেন কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করতে হয় ।   আপনি সবকিছু একডম ফ্রিতে শিখতে পারবেন। কোন রকম টাকা পে করতে হবে না আপনাকে।  আমার জানামতে এই অনলাইনে জগতের কোন মানুষ ফ্রিতে শিখায় না।  সত্যি বলছি এই সাইটের মাধ্যমে আপনি একজন ফ্রিলান্সার হতে পারবেন।   আপনি এই সাইটে  যা যা শিখতে পারবেন:  ওয়েবসাইট ডিজাই,  ওয়েবসাইট তৈরি,  অ্যান্ড্রয়েড অ্যাপ,    আরো অনেক কিছু।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar