গেম বুস্টার ব্যাবহার করে লো কনফিগ পিসিতে গেম খেলুন কোন প্রকার হ্যাং ছাড়া। সম্পুর্ন বাংলা টিউটেরিয়াল ।

প্রসেসর এর গতি কমে যাওয়া অথবা লো-কনফিগারেশনের জন্য অনেকেই পিসিতে মনের পছন্দমতমত গেম উপভোগ করতে পারেন না। যারা এই সমস্যায় ভুগছেন তাদের সমস্যা দূরীকরণের জন্যই মূলত এই সফটওয়্যারটি প্রয়োজন।

তবে এ কথা সত্যি যে পৃথিবীর কোন সফটওয়্যারেরই শক্তি নেই যে আপনার স্লো কনফিগারেন পিসিকে হাই কনফিগারেন এ বানিয়ে দিতে পারে।

তবে এটা সত্য যে আপনার পিসির সঠিক কনফিগারেন এর সঠিক গতি বিভিন্ন ভাল সফটওয়্যারের মাধ্যমে পাওয়া সম্ভব। এমনি একটি সফটওয়্যার হল গেম বুস্টার। পিসির গেমিং স্পিড কে বাড়ানোর সাথে সাথে এটি আপনার পিসির অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে পিসি কে সবসময় গতিশিল রাখবে।

Software Name: IObit Game Booster 4.1.59.0.1

Size:40 mb

Link:

1) IObit Game Booster 4.1.59.0.1 এটাকে রান করে গেম বুস্টার সেট আপ করুন

2) সেটাআপ শেষে গেম বুস্টার রান করে পিসি থেক অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করুন
3) এখন যে গেমটি খেলতে চান সেটির সর্টকাট এর উপর মাউসের Right Button ক্লিক করে Run with Game Booster এ ক্লিক করুন।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar