অফলাইনেই খুজে নিন যে কোন কালার কোড । মেগা পোস্ট সম্পুর্ন বাংলায় ।

>আমরা যারা ওয়েবসাইট ডেভ্লোপ নিয়ে কাজ করি তাদের সব থেকে বেশি যেটা প্রোয়জন হয় তা হল কালার কোড জানা । প্রতিটার কালার কোদ মনে রাখাও সম্ভব বা । তাই আমি আজ দেখাব, ইন্টানেট কানেকশন না দিয়েই Offline এ যেকোন পিকচার হতে কালার কোড বের করুন। এখন ওয়েব ডিজাইন হবে আরও সহজ, আরএ চমৎকার।

প্রথমে Software টা Play store হতে Install করুন।
Name: Color code finder
Link: Click Here

এখন নিচের Screenshot গুলো অনুসরণ করুন।





আমি যেহেতু এটা দিয়েই কালার কোড বের করি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এবং শেয়ার করেই ফেল্লাম।

আমিও সখের বশে ওয়েব ডিজাইন করি। আমি এই অ্যাপস টা অনেক আগে থেকে ব্যবহার করে অনেক মজা পাইছি। ব্যবহার করে দেখতে পারেন, অনেক কাজে লাগবে আপনার।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar