২ মিনিটেই হাইড করুন যে কোন ফাইল বা ফোল্ডার। কোন সফটওয়ার ছাড়াই । বাংলা টিউটেরিয়াল।

হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই । আশা করি সবাই ভালোই আছেন । আজ আমরা মজার একটা জিনিষ শিখবো । আজ আমরা দেখবো কিভাবে খুব সহজেই আমরা কোন সফটওয়ার ছাড়াই আমাদের প্রোয়জনীয় ফাইল বা ফোল্ডার হাইড করতে পারি । তো শুরু করা যাক ।

আপনারা অনেকেই হাইড করার জন্য বিভিন্ন টুলস বা সফটওয়ার ব্যাবহার করে থাকেন । কিন্তু আজ আমি দেখাবো কিভাবে কন সফটওয়ার ছাড়াই আমরা হাইড করতে পারি । এবং এর সব থেকে বড় সুবিধা হল হাইড করা ফাইল বা ফোল্ডারটি কেউ  বুঝতেই পারবে না।

আপনি যে ফোল্ডার বা ফাইল টি হাইড করতে চান সেই লোকেশন এ যান ।তারপর  আপনি সেই লোকেশনের এড্রেস বার এ যান । এবং সেখানে cmd লিখে এন্টার চাপুন । দেখবেন  cmd  ওপেন হয়েছে । এবার সেখানে নিচের কোড গুলো লিখুন ।

হাইড করার জন্য

attrib -h -s -r newfolder

 

এখানে  newfolder আমার ফোল্ডার এর নাম । আপনারা যে ফোল্ডার টি হাইড করতে চান সেই ফোল্ডার এর নাম লিখুন । এবার দেখুন ফোল্ডার টি হাইড হয়ে গেছে । তবে মনে রাখবেন ফোল্ডার এর নাম ভুলে গেলে কিন্তু তা আর ঠিক করতে পারবেন না ।

আন হাইড করার জন্যঃ

attrib +h +s +r newfolder

এবার দখুন আপনার ফোল্ডার টি আবার ফিরে এসেছে ।

আজ এ পর্যন্তই । আশা করি আপনাদের ভালই লেগেছে । আর কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar