Find All Usb Port Details [Bangla Tutarial]

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ছোট একটি সফটওয়ার ইন্সটল এর মাধ্যমে আপনি কি ভাবে দেখবেন যে আপনাদের কম্পিঊটার  এর সাথে কে কে যুক্ত হয়ে আছে এবং তাদের তথ্য। তো শুরু করা যাক ।

স্টেপ ১ঃসর্বপ্রথম আপনার কম্পিউটার এ USB Deview সফটওয়ার টি ডাউনলোড করুন।

[ডাউনলোড USB Deview]

স্টেপ ২ঃফাইল টি আনজিপ করুন এবং করুন এবং ৩ নম্বর ফাইল টি ইন্সটল করুন।

স্টেপ ৩ঃ এখন আপনি দেখতে পাবেন কোন কোন ডিভাইস কানেক্ট আছে এবং তাদের ডিটেইলস ।

যে সমস্ত ডিটেইলস আপনি দেখতে পাবেন ঃ

১/ডিভাইস এর নাম

২/ডিভাইস এর টাইপ

৩/সিরিয়াল নাম্বার

৪/প্লাগ /আনপ্লাগ টাইম /ডেট/ডে

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar