পেনড্রাইভ কে বানিয়ে ফেলুন ভার্চুয়াল যার্ম।[Bangla Tutarial With ScreenShoot]

পেনড্রাইভ কে বানিয়ে ফেলুন আপনার কম্পিউটারের ভার্চুয়াল র‍্যাম । আমি টিউটেরিয়াল টি শুধু মাত্র জানার জন্য শেয়ার করছি , আপনারা অবশ্যই নিজ দায়িত্বে করবেন ।

 

স্টেপ ১ঃসবার প্রথম আপনার কম্পিউটারে Usb  পেনড্রাইভ ইন্সার্ট করুন এবং ফরম্যাট করে নিন।

এবার

  • My Computer এ ক্লিক করে Properties এ যান।
  • এবার Advance System Setting এ ক্লিক করুন।
  • এবার  Advance ট্যাব এ ক্লিক করে Performance সেটিং এ যান।

 

স্টেপ ২ঃ Performance Options এ যাওয়ার পর Advanced Tab  এ ক্লিক করুন । এবং Virtual Memory চেঞ্জ করুন ।

স্টেপ ৩ঃ এখন Automatically Manage paging File Size For All drives কে আনমার্ক করুন। এবং আপনার পেন ড্রাইভ সিলেক্ট করে কাস্টম সাইজ সেট করু ন।

স্টেপ ৪ঃ এখন আপনি পেন ড্রাইভ এর যত টুকু স্পেস ব্যাবহার করতে চান সেটা কাস্টম সাইজ এ দিন ।

      নোটঃ

                   ১।আপনার পেন ড্রাইভ এ যত স্পেস আছে তার থেকে ১০/২০ এম্বি কম স্পেস        দিবেন।

                    ২।যখন এ পেন ড্রাইভ খুলে ফেলার সময় হবে তার আগে অবশ্যই রিজেক্ট করে খুলবেন।

 

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar