সঠিক নিয়মে বন্ধ করুন যে কোন উইন্ডোস এর আপডেট । থাকুন নিশ্চিন্ত । সম্পুর্ন বাংলায় ।

আমাদের মধ্যে অঙ্কেই আছেন যারা সথিক নিয়মে পিসি আপডেট বন্ধ করতে পারেন না । যার ফলে মডেম লাগানোর সাথে সাথে দেখেন আপনার কস্টের ২/৩ জিবি নেট গায়েব । তাই আজ আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনার পিসির আপডেট বন্ধ করবেন ।যারা পারেন, তারা দয়া করে এই পোস্ট টি এড়িয়ে যান।


এখনো পর্যন্ত অনেকেই সঠিক নিয়োমে Windows আপডেট বন্ধ করতে পারেন না।

যারা পারেন না, তারা এই পোস্ট টি লক্ষ করতে থাকুন।


আপনার কম্পিউটারের My Computer অথবা This PC এর উপরে মাউস রেখে, মাউসের ডান দিকে একটা ক্লিক দিন। তারপর নিচের ছবির দেখানো জায়গাতে অর্থাৎ Manage এ ক্লিক করুন।

 

 

তারপর Services and Applications এ ডাবল ক্লিক দিন।

 

তারপর Services এ ক্লিক করুন।

 

এখন Windows Update অপশন টি খুঁজে বের করুন।

এবং সেখানে ডাবল ক্লিক দিন।

 

নিচের ছবিতে দেখানো অপশন টা তে Disable সিলেক্ট করে নিন।

তারপর Stop এ ক্লিক করুন।

খেয়াল করুন। অল্প একটু সময় লাগছে।

এখন Apply তে ক্লিক দিন।

তারপর OK তে ক্লিক দিন।

কাজ শেষ।

Windows Update বন্ধ হয়ে গেছে।

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar