পাইথন পর্ব ২ । ব্যাসিক কন্সেপ্ট-(Simple Operators)। বাংলা ২০১৯ ।

Simple Operators:

পাইথনের গণনা করার ক্ষমতা আছে।
পাইথন কনসোলে সরাসরি একটি হিসাব লিখুন, এবং এটি উত্তরটি আউটপুট করবে।
যেমনঃ
>>> 2 + 2
Output: 4
>>> 5 + 4 - 3
Output: 6 

পাইথনের সাহায্যে আমরা গুনন ও ভাগ ও করতে পারি । আমরা Asterisk ব্যাবহার করে গুনন এবং
Forward slash ব্যাবহার করে ভাগ করতে পারি ।
যেমনঃ
>>> 2 * (3 + 4)
Output: 14
>>> 10 / 2
Output: 5.0

মাইনাস চিহ্ন দ্বারা নেগেটিভ নাম্বার বুঝায় । যেমন ঃ
>>> -7
Output: -7
>>> (-7 + 2) * (-4)
Output: 20

0 দিয়ে ভাগ দিলে কম্পাইলর ইরর দেখাবে । কোন আউটপুট আসবে না ।
যেমনঃ

>>> 11 / 0
Traceback (most recent call last):
File "<stdin>", line 1, in <module>
ZeroDivisionError: division by zero

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar