পাইথন পর্ব ৪ । ব্যাসিক কন্সেফট (String) । বাংলায় পাইথন ২০১৯ ।

যদি পাইথন এ আমরা কোন লেখা প্রিন্ট করতে চাই তাহলে আমাদের String এর মধ্যে করতে হবে । আমরা সিঙ্গের অথবা ডাবল কোটেশন এর মধ্যে কোন টেক্সট লিখে String তৈরির মাধ্যমে তা প্রিন্ট করতে পারি ।
ইথন কনসোল একটি স্ট্রিং প্রদর্শন করে, এটি সাধারণত ‘Single Qutations’  ব্যবহার করে। একটি স্ট্রিং জন্য ব্যবহৃত delimiter এটি যেভাবে  প্রভাবিত করে। উদাহরনঃ

> “Python is fun!”
Output: ‘Python is fun!’
>>> ‘Always look on the bright side of life’
Output: ‘Always look on the bright side of life’

কিছু ক্যারেক্টার আমরা সরাসরি স্ট্রিং এ ইনপুট নিতে পারি না ।
উদাহরণস্বরূপ, Double quotes  সরাসরি একটি double quotes স্ট্রিং এর অন্তর্ভুক্ত করা যাবে না । এই ধরনের ক্যারেক্টার এর আগে Backslash যুক্ত করতে হবে । অন্যান্য সাধারন ক্যারেক্টার এর সামনে অবশ্যই নতুন লাইন(\n) এবং Backslash (\) দিতে হবে । Double quotes শুধু মাত্র Double quotes স্টিং এর বেলায় দিতে হবে । single quote strings এর বেলাতেও কথা টি সত্য ।

উদাহরনঃ

‘Brian\’s mother: He\’s not the Messiah. He\’s a very naughty boy!’
Output:  ‘Brian’s mother: He’s not the Messiah. He’s a very naughty boy!’
>

পাইথন একটি স্ট্রিংয়ের নতুন লাইনগুলি থেকে পালাতে “\ n” ম্যানুয়ালি লেখার পরিবর্তে একটি সহজ উপায় সরবরাহ করে। কোটগুলির তিনটি সেট সহ একটি স্ট্রিং তৈরি করুন, এবং Enter টিপে তৈরি করা নতুন লাইন স্বয়ংক্রিয়ভাবে তৈরী হয়ে যায়।
উদাহরনঃ
>>> “””Customer: Good morning.
Owner: Good morning, Sir. Welcome to the National Cheese Emporium.“””

Output: ‘Customer: Good morning.\nOwner: Good morning, Sir. Welcome to the National Cheese Emporium.’

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar