অবশেষে আজকে Released হলো Android এর নতুন ভার্শন Android P(9.0)আসুন দেখে নেই কি কি চেইঞ্জ থাকছে এই ভার্শন এ_θδ

প্রথমে আমার সালাম নিবেন আশা করি সবাই ভাল আছেন।

আজকে আপনাদের সামনে নতুন এক খবর নিয়ে আসলাম!Android এর নতুন ভার্শন বের হলো এর নাম এখনো বের হইনি,তবে এর নাম আপাতত Android P

এটি Pixel ডিবাইস গুলো তে আপগ্রেড এসে গেছে।আজকে সকালে এই ভার্শন টা রিলেজড হলো,তাই পোস্ট না করে পারলাম না।অসাধারন করেছে এই ভার্শন এর ফিচারস গুলো আমার কাছে খুভ ভাল লেগেছে।অনেক কিছুই চেইঞ্জ থাকছে এই ভার্শন এ।আসুন দেখে নেই কি কি চেইঞ্জ থাকছে।
The clock moves to the left for notch-friendly notifications
Clock সাইড টা চেইঞ্জ হয়েছে ডান দিক থেকে বাম দিকে এসেছে!

A more colorful Settings menu
সিটিংস এর প্রত্যেক টা অপশন এর লে আউট চেইঞ্জ করে বিভিন্ন কালার দিয়েছেন এতে আরো সুন্দর লাগে দেখতে!

A more straightforward Quick Settings pulldown
Quick Settings টা একটু নিচে দিয়েছে সুভিধা হলো হলো Quick setting টানলেও Battery+time দেখা যাবে।

The dock looks like a dock again
আবার আগের স্টাইলে Launcher এর Dock স্টাইল টা করেছে,,তবে Google serach bar টা আগে নিচে ছিল না।

Volume বার টার স্টাইল টা চেইঞ্জ করেছে।

The Pixel’s Product Sans font is showing up in more places
Sans Font Stock ভাবে এড করেছে!

কিন্তু পুরোটা পেতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। দেখা যাক কেমন হয় Android p

 

Loading

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar