মোবাইল সম্পর্কে ৫ টি মজাদার তথ্য । যা হয়ত আপনি জানেন না ।

হ্যালো বন্ধুরা  কেমন আছেন আপনারা । আশা করি ভালই আছেন । আজ আপনাদের মোবাইল নিয়ে ৫ টি মজাদার তথ্য দিব যা শুনলে অবাক হয়ে যাবেন । তো চলুন শুনি-

 

১) আপনি কি কখনও নোকিয়া ১১০০ মডেল ব্যবহার করেছেন? জেনে রাখুন, এটাই পৃথিবীর ইতিহাসে সব থেকে বেশি বিক্রিত ইলেকট্রিক্যাল গ্যাজেট। ২৫০ মিলিয়নের বেশি সংখ্যক এই ফোন বিক্রি হয়েছে।

২) ১৯৮৩ সালে আমেরিকায় প্রথম যে মোবাইল ফোনটি ব্যবহার করা হয়েছিল, সেটার দাম ছিল মাত্র ৪ হাজার ডলার।

৩) মোবাইল ফোন ব্যবহার করার সময় মাথায় রাখবেন যে, আপনি টয়েলেট গেলে যে পরিমাণ ব্যাকটেরিয়ায় মাঝে গিয়ে পড়েন, মোবাইল ফোন মানে আপনি তার থেকে মাত্র ১৮ গুন বেশি ব্যাকটেরিয়াকে সঙ্গ দেন।

৪) শুধুমাত্র ব্রিটেনেই প্রতি বছর নানা মানুষের হাত থেকে ১ লক্ষ মোবাইল ফোন টয়লেটে পড়ে যায়। আপনারটা কখনও গিয়েছে নাকি!

৫) আপনি এক মাসে এখনও পর্যন্ত সব থেকে বেশি কত টাকার মোবাইল ফোনের বিল মিটিয়েছেন? যে পরিমাণ টাকাই হোক, আপনি, সেলিনা অ্যারোনসের থেকে বেশি টাকার বিল দেননি নিশ্চয়ই। কারণ, তিনি এটায় বিশ্বরেকর্ড করেছেন। তিনি এক মাসে মোবাইল ফোনের বিল মিটিয়েছেন মাত্র ১ লক্ষ ৪২ হাজার পাউন্ডের।

 2,286 total views,  3 views today

Comments

So empty here ... leave a comment!

Leave a Reply

Sidebar